কলকাতা: গোটা মরশুমে শীতের পথে বারবার ভিলেন হয়ে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ শীত জাঁকিয়ে বসতেই নেমেছে বৃষ্টি৷ তাল কেটেছে ঠাণ্ডার৷ ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে কিছুটা শীত অনুভূত হলেও, সে ভাবে হাড়ে কাপুনি ধরেনি৷ তবে সপ্তাহান্তে বেশ মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে৷ ছুটির দিনে কাঁচামিঠে রোদে অনুভূত হচ্ছে শীতের আমেজ৷ আজ দিনভর বেশ ভালোই ঠাণ্ডা অনুভূত হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷
আরও পড়ুন- ‘রবীন্দ্রনাথের নাম থাকলে তাঁর নামেও ভোট পড়ত’, ছাপ্পা নিয়ে তৃণমূলকে খোঁচা সুকান্তের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর আকাশ পরিষ্কার থাকবে। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। উত্তুরে হাওয়ার দাপটে নামবে পারদ৷ থাকবে শীতের আমেজ৷ শুধু রবিবারই নয়, আগামী কয়েকদিন একইভাবে বজায় থাকবে ঠাণ্ডা৷
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ তবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির সম্ভবনা নেই৷ আকাশ পরিষ্কার থাকবে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টি হয়নি। ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কমছে বলেই মনে করা হচ্ছে। আগামী কয়েক দিনে বৃষ্টির কোনও ইঙ্গিত নেই৷
দক্ষিণের জেলাগুলিতে দেখা মিলবে রোদ ঝলমলে আকাশের৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও, রাতে ফের বাড়বে ঠাণ্ডার প্রকোপ৷ পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জোরাল ঠাণ্ডা অনুভূত হবে৷