কলকাতা: রাজ্য সরকার করোনা ভাইরাস নিয়ম বিধি ইতিমধ্যেই ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে নাইট কার্ফু শিথিল করা হয়েছে। ১৬ অগাস্ট থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকবে নাইট কার্ফু। এই সিদ্ধান্তের পরেই মেট্রোর সময় সীমায় বদল আনা হল। জানান হয়েছে, রাত ৮টার পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার থেকে রাতের দিকে আরও এক ঘণ্টা বাড়ান হচ্ছে মেট্রোর সময়। তবে শুধু মাত্র উত্তর-দক্ষিণ মেট্রো শাখার ক্ষেত্রেই প্রযোজ্য নতুন নিয়ম। পূর্ব-পশ্চিম শাখা নিয়ে এখনও কিছু জানানো হয়নি মেট্রো কর্তৃপক্ষের তরফে। মনে করা হচ্ছে, সেই নিয়েও খুব তাড়াতাড়ি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সাধারণ যাত্রীদের অবশ্যই সুবিধা হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, ইতিমধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী শুক্রবার থেকে আরও বেশি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ঐদিন থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে দিনে ২২০ টির পরিবর্তে ২২৮টি করে ট্রেন চালানো হবে বলে আজ মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে দুই দিকেই পাঁচ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে। শনিবার একমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিচয় পত্র দেখিয়ে ট্রেনে উঠতে পারবেন। রবিবার মেট্রো বন্ধই থাকছে।
আরও পড়ুন- পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান
সম্প্রতি আবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ স্মার্ট কার্ডের পাশাপাশি বিভিন্ন স্টেশনে QR Code স্ক্যান করে প্লাটফর্মে যাত্রীদের যাতায়াত করানোর সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য প্রতিটি স্টেশনের জন্য পৃথক QR Code নির্দিষ্ট করা হয়েছে। যাত্রীরা অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে টিকিট কেটে সংশ্লিষ্ট স্টেশনের QR Code স্ক্যান করে স্বয়ংক্রিয় গেটের সামনে ধরলে তা খুলে যাবে। পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে ইতিমধ্যেই এই প্রযুক্তি প্রতিস্থাপন করা হয়েছে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।