রাজ্যেই মিলবে পড়ার সুযোগ, ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যেই মিলবে পড়ার সুযোগ, ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা:  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে পড়া ছেড়ে মাঝপথেই দেশে ফিরতে হয়েছে ডাক্তারি পড়ুয়াদের৷ ইউক্রেন ফেরত সেই সকল ডাক্তারি পড়ুয়াদের বড়সড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের রাজ্যে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। যাঁরা বিদেশের পাট চুকিয়ে বাংলায় ফিরে এসেছেন, তাঁদের বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে৷ পাশপাশি তাঁদের জন্য স্কলারশিপের বন্দ্যোবস্তও করা হবে৷ এমনকী তাঁরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে৷ তিনি বলেন, এটা স্পেশাল কেস৷

আরও পড়ুন- ‘রাজনৈতিক হিংসা কাম্য নয়’,‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ’ দুই কাউন্সিলার খুনে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

ইউক্রেন থেকে আসা চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বছরের পড়ুয়াদের রাজ্যে ইন্টার্ন হিসাবে কাজ করার জন্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি পাঠানো হয়েছে।  বুধবার ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে দেখা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। যাঁরা প্রথম বর্ষের পড়াশোনা শুরু করতে চান, তাঁদের নতুন করে ভর্তির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ফাস্ট ইয়ারের স্টুডেন্টদের  এখানে ভর্তি করা যায় কিনা তার জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হবে। 

মুখ্যমন্ত্রী জানান, মেডিক্যাল কাউন্সিল অনুমতি দিলেই দ্বিতীয় ও তৃতীয় বছরের পড়ুয়াদের প্রাইভেট কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে৷ তিনি বলেন, প্রাইভেট মেডিক্যাল কলেজগুলিকে রাজ্যের তরফে অনুরোধ করা হয়েছে, যাতে কোটার এক তৃতীয়াংশ আসনে সরকারি রেটে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভর্তি নেওয়া যায়৷ 

স্বাস্থ্য কমিশনকে হাতে হাতে চিঠি দেওয়ার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আজই চিঠি নিয়ে যাও।’ অন্যদিকে, পিবি সেলিমকে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগের দ্বায়িত্ব দেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, একটু সময় লাগতে পারে। কিন্তু সরকার আপনাদের পাশে থাকবে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যাঁরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস আছেন, তাঁদেরও এখানে পড়াশোনার ব্যবস্থা করে দেব। পয়সাও যাতে বেশি না লাগে তা দেখা হবে৷ ইনটার্ন যাঁরা রয়েছেন, তাঁদের দেশে একটা লাইসেন্স নিতে হয়। আমরা এখানে সরকারি মেডিক্যাল কলেজে তাঁদের ইনটার্নশিপ করতে অ্যালাউ করব। সঙ্গে স্টাইপেন্ডও দেব। সেন্ট্রালি একটা কাউন্সেলিং হবে।