কলকাতা: রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর চাকরির মেয়াদ আজই শেষ হচ্ছে। কিন্তু রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোন নাম না পাঠানোয় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন আইপিএস মনোজ মালব্য। পরবর্তী ডিজির জন্য রাজ্য সরকার অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকজন আইপিএস আধিকারিকের নাম কেন্দ্রকে পাঠালেও প্রাথমিকভাবে কোনও উত্তর আসেনি বলে জানা গিয়েছিল। কিন্তু অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য ২০১৮ সালের ৩১ মে থেকে বীরেন্দ্র রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্বে রয়েছেন।
সূত্রের খবর, ছ’জনের নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল। এই তালিকায় নাম ছিল মনোজ মালব্য, সুমনবালা সাহু, নীরজ নয়ন পাণ্ডে, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিং এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক বিবেক সহায়ের। তবে তাঁদের মধ্যে মনোজ মালব্য কার্যনির্বাহী ডিজি হলেন। এদিকে, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত মহানির্দেশক হলেন অমিত মালব্য। বর্তমানে তিনি রাজ্য পুলিশের ডিজি (অপারেশনস) পদের দায়িত্বে রয়েছেন। নবান্ন থেকে আজ এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, ১৯৮৬ সালের আইপিএস ব্যাচের মনোজ মালব্য রাজ্যের ডিজি, আইপিজি (অর্গানাইজেশন) ছিলেন।
আরও পড়ুন- কর্মজীবন নিয়ে হতাশা, বদলির জের! আত্মঘাতী সরকারি হাসপাতালের চিকিৎসক
অন্যদিকে জানা গিয়েছে, পূর্ত সচিব নবীন প্রকাশকে পুনর্নিয়োগ করেছে রাজ্য সরকার। তাঁকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ক্যাবিনেট সচিবালয়ে অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার পরিকাঠামো বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। আজই ওই আইএএস আধিকারিক চাকরি থেকে অবসর নিচ্ছেন। তাঁকে এক বছরের জন্য নতুন পদে পুনর্নিয়োগ করা হল বলে নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে।