কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আবেদন খারিজ৷ নিজের এবং পরিবারের সদস্যদের সম্পত্তির খতিয়ান জমা দিতেই হবে তৃণমূল বিধায়ককে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক বেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে, কোনও রক্ষাকবচ পেলেন না মানিক৷ সম্পত্তি সংক্রান্ত তদন্তের মুখোমুখি হতেই হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।
আরও পড়ুন- আরও বড় নামের খোঁজ! SSC কাণ্ডে নয়া দাবি করল সিবিআই
টেট দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে তাঁর নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যান মানিক৷ তাঁর বক্তব্য, ‘‘সম্পত্তির হিসাব তো ভোটের মনোনয়ন পত্রে উল্লেখ করা আছে। তবে নতুন করে জানতে চাওয়া হচ্ছে কেন?’’
আদালত তাঁর কাছে সম্পত্তির হিসাব-নিকেষ চাওয়ায় তিনি যে ক্ষুব্ধ, তা আগেই বোঝা গিয়েছিল ডিভিশন বেঞ্চে ওই মামলা চলাকালীন মানিকের একটি বক্তব্যে। আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে বলেছিলেন, ‘‘ভাগ্য ভাল যে, ওঁরা আমার মৃত শ্বশুরের সম্পত্তির হিসেব চায়নি।’’
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে তিনি ডিভিশন বেঞ্চে গেলেও একক বেঞ্চের রায়ই এদিন বহাল রাখা হল৷ কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সাফ জানায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তাঁর এবং তাঁর পরিবারের সম্পত্তির হিসেব আদালতকে দিতেই হবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>