কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সহ এই ঘটনায় জড়িত সন্দেহে প্রদীপ সিং, প্রসন্নকুমার রায় নামের ব্যক্তিরাও গ্রেফতার হয়েছে। ইডি, সিবিআই দুই সংস্থাই গ্রেফতারি চালিয়েছে। এবার আদালতে সিবিআই-এর তরফে দাবি, আরও বড় নামের খোঁজ মিলেছে এসএসসি কাণ্ডে। কিন্তু সেই নাম কী, তা এখনও খোলসা করে জানান হয়নি। এদিকে অভিযুক্ত প্রদীপ সিংকে আরও সাতদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- চাকরির নামে প্রতারণার করে ফেরার পার্থ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা! টাকা ফেরাচ্ছেন দলেরই এক উপপ্রধান
শেষ শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেছিলেন। পার্থর যুক্তি ছিল, তাঁর বাড়ি থেকে টাকা, এলআইসি কিছুই উদ্ধার হয়নি। যে কোনও শর্তে তিনি জামিন চেয়েছিলেন। শারীরিক অসুস্থতার কথাও বলেছিলেন তিনি। কিন্তু আদালত তাঁর আর্জি নাকচ করে তাঁকে জেলেই পাঠিয়েছে। এদিকে ইডি দাবি করেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। অন্যদিকে,প্রদীপ সিং এবং প্রসন্নকুমার রায়কে নিয়ে ধন্দ তৈরি হচ্ছে। গোয়েন্দাদের দাবি প্রসন্নর ৩টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি এও দাবি করা হয়েছে, আরও বড় নাম জড়িয়ে আছে এই মামলায়।
উল্লেখ্য, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। এছাড়াও ছিল কোটি টাকার সোনা, জমির দলিল সহ বেশি কিছু জিনিস। যদিও অর্পিতা দাবি করেছেন এই টাকা তাঁর নয়। পার্থ এবং তাঁর লোকের। অন্যদিকে পার্থর দাবি, এই টাকা তাঁর নয়। তাহলে এই টাকা কার, সেই নিয়েই যত জল্পনা।