টানা দু’মাস জেল হেফাজতে চলে গেলেন মানিক, শুনতে হল বিচারকের ‘ধমক’

টানা দু’মাস জেল হেফাজতে চলে গেলেন মানিক, শুনতে হল বিচারকের ‘ধমক’

কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যকে টানা দু’মাসের জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় এদিন শুনানি ছিল। সেই শুনানিতেই মানিককে ‘অত্যন্ত প্রভাবশালী’ বলে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেছিল ইডি। সেই আর্জিতে কার্যত সায় দিয়েছে আদালত। সেই প্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১৮ মে পর্যন্ত জেল হেফাজতে থাকবেন মানিক। এদিকে আজ বিচারকের কাছ থেকে রীতিমত ‘ধমক’ খেতে হয় তাঁকে। 

আরও পড়ুন-শান্তনু-ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে রিসর্টে ডেকে জিজ্ঞাসাবাদ, হাতে এল বহু নথি, প্রিন্টার আনল ইডি

মঙ্গলবার তাঁর মামলার শুনানিতে খোদ মানিক ভট্টাচার্য বিচারককে কিছু বলতে চান। কিন্তু বিচারক জানান, আদালতে আবেদনকারীর আইনজীবী থাকলে তিনি নিজে কথা বলতে পারেন না। কিন্তু এই কথা সেইভাবে পাত্তা দেননি মানিক। তিনি আবারও কিছু বলার চেষ্টা করেন। সেই সময় বিচারক কিছুটা ক্ষুব্ধ হয়েই বলেন, ল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল হয়তো আদালতের নিয়ম সম্পর্কে অবগত নন। তিনি আদালতের ডেকোরাম জানেন না। অবশেষে নিজের মতো কিছুই বলতে পারেননি মানিক আর ইডি নিজের দাবিতে অনড় থেকে গিয়েছে। ইডির আইনজীবী মানিকের জামিনের আবেদনের বিরোধিতা করে বলেন, উনি এতটাই প্রভাবশালী যে দল থেকে তাঁকে বহিষ্কারও করা হয়নি।