Aajbikel

শান্তনু-ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে রিসর্টে ডেকে জিজ্ঞাসাবাদ, হাতে এল বহু নথি, প্রিন্টার আনল ইডি

 | 
শান্তনু রিসর্ট বাড়ি

বলাগড়:  চাবি মেলেনি, প্রথমে হাতুড়ি দিয়ে বাইরের গেটে তালা ভেঙে, তারপর দুমদাম দরজায় লাথি মেরে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের চাঁদড়া বটতলা এলাকার রিসর্টে ঢোকেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অফিসাররা৷ তল্লাশি চালানোর পর নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরও দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকাল থেকেই ওই রিসর্টে বসিয়ে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। খাতায়কলমে তিনিই বলাগড়ের এই রিসর্টের মালিক। এলাকায় শান্তনুর ছায়াসঙ্গী হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। অভিযোগ, এই আকাশের নামে রিসর্ট কিনেছিলেন শান্তনু।

আরও পড়ুন- ‘ক্রমশ প্রকাশ্য’ সুজাতার জীবনে নতুন বসন্ত? যা বললেন তৃণমূলের নেত্রী..

শনিবার বেলার দিকে শান্তনু-ঘনিষ্ঠ নিলয় মালিক এবং বিশ্বরূপ প্রামাণিক নামে আরও দুই ব্যক্তিকে ডেকে পাঠান ইডির তদন্তকারী অফিসাররা। রিসর্টে বসেই চলে জিজ্ঞাসাবাদ৷ মূলত শান্তনুর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তাঁদের নানা প্রশ্ন করা হয়। ইডি সূত্রের খবর, অতীতে শান্তনু নিলয়ের নামে একটি গাড়ি কিনেছিলেন। তাঁদের মধ্যে শুধু সুসম্পর্কই ছিল না, এই নিলয় শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার প্রোমোটিংয়ের ব্যবসায় অন্যতম অংশিদারও বটে।

এদিন ইডির জিজ্ঞাসাবাদের পর রিসর্ট থেকে বেরোনোর সময় নিলয় দাবি করেন, শান্তনুর সঙ্গে একসময় তাঁর হৃদ্যতা থাকলেও গত দেড় বছর ধরে তিক্ততা তৈরি হয়েছে। এর মূলে রয়েছে ধাবা৷ শান্তনুর একটি ধাবা রয়েছে। নিলয়ও একটি ধাবা খোলেন। এই ধাবাকে কেন্দ্র করে সম্পর্কে দূরত্ব তৈরি হয়৷

ইডি সূত্রে খবর, বিশ্বরূপের নামেও একাধিক সম্পত্তি কিনেছিলেন শান্তনু৷ তাঁদের সকলেরই শান্তনুর বাড়িতে যাতায়াত ছিল৷ এদিন আকাশকে জিজ্ঞাসাবাদ করে রিসর্টের সিসিটিভি ফুটেজ হাতে পান তদন্তকারীরা। এলাকার একটি বাড়িতে আকাশকে নিয়ে পৌঁছন ইডি-র অফিসাররা৷ সেখান থেকে ব্যাগ ভর্তি করে হার্ডডিস্ক নিয়ে আসেন তাঁরা। সিসিটিভি ফুটেজ দেখে বলাগড়ের এই রিসর্ট সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা যাবে বলেই ইডি-র বিশ্বাস। এ ছাড়াও, এই রিসর্ট থেকে একাধিক নথিপত্রও উদ্ধার হয়েছে, যা আগামী দিনে তদন্তের কাজে আসবে৷ 

Around The Web

Trending News

You May like