কলকাতা: সৌমিত্র খাঁ এখন অতীত৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁদের বিবাহ বিচ্ছেদে সিলমোহর দিয়েছে আদালত। বিবাহ-বন্ধন থেকে এখন মুক্ত সৌমিত্র-সুজাতা৷ তবে কি অতীত ভুলে এ বার নতুন জীবনে পা দিতে চলেছেন তৃণমূল নেত্রী? বাঁকুড়া জেলা আদালতে এসে সেই জল্পনাই উস্কে দিলেন মুজাতা মণ্ডল। সরাসরি কোনও মন্তব্য না করলেও, রহস্যের জাল বুনে বললেন, ‘‘বিষয়টি ক্রমশ প্রকাশ্য।’’
আরও পড়ুন- আসানসোলে কম্বলকাণ্ডে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি, ভিন্ রাজ্য থেকে ধরল পুলিশ
শনিবার বাঁকুড়া জেলা আদালত থেকে বিবাহ বিচ্ছেদের শংসাপত্র নিতে এসেছিলেন সুজাতা। সেখানেই তিনি বলেন, ‘‘তিক্ত একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরে নিজেকে অনেকটাই মুক্ত মনে হচ্ছে। অনেক হালকা লাগছে। আমার জীবনের অর্ধেকের বেশি সময় পড়ে রয়েছে। বিষাক্ত একটি সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার থেকে সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি।’’
২০১৬ সালের ১ জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুরের তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন বড়জোড়ার বাসিন্দা সুজাতা মণ্ডল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। বিজেপি তাঁকে ওই লোকসভা কেন্দ্রেরই প্রার্থী করে। তবে একটি মামলায় জড়িয়ে বাঁকুড়ায় প্রচার করতে পারেননি সৌমিত্র৷ সেই সময় তাঁর হয়ে প্রচারের দায়িত্ব সামলেছিলেন এই সুজাতাই৷ কিন্তু, দ্বিতীয়বার সাংদ নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়৷ ২০১১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সুজাতা৷ প্রকাশ্যে দাম্পত্যে ইতি টানার কথা ঘোষণা করেন সৌমিত্র৷ তবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে কেঁদেও ফেলেছিলেন বিষ্ণুপুরের সাংসদ। চোখে জল নিয়েই সাংবাদিক বৈঠকে বলেছিলেন “তৃণমূল এত বড় চোর! বালি চুরি করত, কয়লা চুরি করত, গরু চুরি করত, শেষে আমার বউকেও চুরি করল”। এর পর তাঁদের বিচ্ছেদের মামলা গড়ায় আদালত পর্যন্ত৷ কাদা ছোড়াছুড়িও হয় বিস্তর৷ অবশেষে সম্প্রতি আইনি ভাবে বিচ্ছেদ ঘটে তাঁদের৷
পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে অত্যন্ত সচেতন সুজাতা৷ তিনি বলেন, ‘‘আবেগে গা ভাসালে চলবে না। মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। জীবন অনেক কঠিন শিক্ষা দিয়েছে। তেমনটা আবার হোক, আমি কখনওই তা চাই না। জীবনে নতুন মোড় এলে, অন্যদের মতো আমি তা লুকিয়ে রাখব না। কারণ সেই সম্পর্কের মধ্যে কোনও লাম্পট্য, নোংরামি বা বিষাক্ত ব্যাপার থাকবে না।’’
নতুন সম্পর্ক নিয়ে এদিন তিনি বলেন, ‘‘ফের ম্পর্কে জড়াব কি না, তা সময় বলবে এবং সেটা ক্রমশ প্রকাশ্য। বদলে যাওয়া সময় মানুষকে অনেক কিছুই ভাবতে বাধ্য করে। জীবনে ভাল কিছু এলে অবশ্যই তা ভেবে দেখব। এবং খুব তাড়াতাড়িই সেটা হবে।’’ সুজাতার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে নারাজ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘‘ওঁর ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। উনি এখন তৃণমূলের কর্মী। তাই বলতে পারি, ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>