রায়গঞ্জ: রায়গঞ্জে প্রশাসনের উদ্যোগে পুজো কার্নিভাল চলাকালীন মারাত্মক ঘটনা ঘটে যায়। ক্লাবের প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল গরুর গাড়িতে। তারই একই বলদ বেলাগাম হয়ে গুঁতিয়ে ৯ জনকে আহত করে এবং তাদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়। সেই মৃত ব্যক্তির মেয়ে এই ঘটনার জন্য স্থানীয় ক্লাব এবং প্রশাসনকে দায়ি করেছেন। তাঁর কথায়, তিনি তাঁর বাবার মৃত্যুর সঠিক বিচার চান। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন- ৬ কোটির ওপর আয়! পুজোর দিনগুলিতে বড় লক্ষ্মীলাভ মেট্রোর
রায়গঞ্জে পুজো কার্নিভাল চলাকালীন বলদের গুঁতোয় নিহত সাধন কর্মকার নামের এক ব্যক্তি। তাঁর মেয়ে জানিয়েছেন, বাবার মৃত্যুর সুবিচারের জন্য যতদূর যেতে হয় যাবেন। এই প্রেক্ষিতেই তাঁর প্রশ্ন, গৃহপালিত পশুগুলোকে রাস্তায় বের করার আগে কোনও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কি? যে রাস্তায় হাঁটার মতো লোক নেই, সেখানে এতগুলো পশুকে দিয়ে কার্নিভাল চলছে। তাঁর স্পষ্ট কথা, বাবার মৃত্যুর জন্য প্রশাসন দায়ি। বিজেপির তরফ থেকে এই ইস্যুতে মন্তব্য করে বলা হয়েছে, একজনের রাজনৈতিক ইগোকে চরিতার্থ করতে এইসব ঘটনা ঘটানো হচ্ছে। দুর্গাপুজোর মহিমাকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। যদিও এর পাল্টা দিয়েছে তৃণমূল।
ঘাসফুল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, যে কোনও মৃত্যু দুঃখজনক কিন্তু তা নিয়ে রাজনীতি করা আরও খারাপ ব্যাপার। এখন বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি ছাড়া আর কিছু করছে না। যে ঘটনা ঘটেছে তা দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। কিন্তু এতে রাজনৈতিক রং মেশানোর চেষ্টা করা হচ্ছে।