কালীঘাটে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতি রাজভবনে, ইতিহাসের সন্ধিক্ষণে বাংলা

কালীঘাটে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতি রাজভবনে, ইতিহাসের সন্ধিক্ষণে বাংলা

কলকাতা: তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল সরকার৷ আজ রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর কিছুক্ষণের মধ্যেই কালীঘাটের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন তিনি৷ রাজভবনে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে৷ আজ একাই শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রথম দেশে কোনও মহিলা মুখ্যমন্ত্রী হ্যাট্রিকের নজির গড়লেন৷ তবে কোভিড পরিস্থিতির জেরে আমন্ত্রিতের সংখ্যা একেবারেই হাতেগোনা৷ 

আরও পড়ুন- ইতিহাস লিখে আজ শপথ মমতার

অন্যদিকে নবান্নেও প্রস্তুতি চলছে৷ রাজভবনে শপথ নেওয়ার পর সেখান থেকে সরাসরি পৌঁছে যাবেন নবান্নে৷ এদিকে রাজভাবনে উপস্থিত রয়েছেন সুব্রত মুথোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সি৷ আমন্ত্রিতের তালিকায় রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুও৷ আমন্ত্রণ জানানো হয়েছে অধীর চৌধুরী, প্রদীপ ও আব্দুল মান্নানকেও৷ এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সূত্রের খবর৷ সকাল ১০টা ৪৫ মিনিটে শপথ নেবেন মমতা৷ শপথ গ্রহণের সময় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর৷ থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপি৷  

আরও পড়ুন- মমতার শপথ মুহূর্তে ধর্নায় বসছে বিজেপি! পথে বসতে পারেন নাড্ডা!

এদিকে কালীঘাটে এখন সাজোসাজো রব৷ আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ হরিষ মুখার্জী রোড দিয়ে তিনি পৌঁছে যাবেন রাজভবনে৷  হরিষ চ্যাটার্জী স্ট্রিট সেজে উঠেছে নীল সাদা বেলুনে৷ রয়েছে মমতার বড় বড় ফেক্স-ব্যানার৷ সে সঙ্গে রয়েছে খেলা হবে স্লোগান৷ রয়েছে ফুটবলও৷ বাজছে গান৷ সব মিলিয়ে উৎসবের আবহ হরিষ চ্যাটার্জী স্ট্রিট৷ 

ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছেন সমস্ত আমলারা৷ পৌঁছে গিয়েছেন মুখ্য সচিব, পুলিশ কমিশনার৷ এসেছেন শতাব্দী রায়৷ তাঁর কথা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি আমরা৷ সুব্রত মুখোপাধ্যায় আবার বলেন, রাজ্যে কোনও আইন শৃঙ্খলার অবনতি হয়নি৷ না আসার অজুহাত দেখাচ্ছেন দিলীপ ঘোষ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − five =