মমতার শপথ মুহূর্তে ধর্নায় বসছে বিজেপি! পথে বসতে পারেন নাড্ডা!

মমতার শপথ মুহূর্তে ধর্নায় বসছে বিজেপি! পথে বসতে পারেন নাড্ডা!

 

কলকাতা: বুধবার সমস্ত করোনা বিধি মেনে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন রাজ্যে ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। শাসকদলের শপথগ্রহণের দিনই কলকাতায় ধর্নায় বসতে চলেছে বিজেপি। সূত্রে খবর, বুধবারের ধর্নায় অংশগ্রহণ করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিতে রেকর্ড গড়ে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই গোটা রাজ্যে হিংসার শিকার হচ্ছে বিজেপির কর্মকর্তারা। বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ভাঙচুর, লুটপাট ও পরিবারের লোকজনদের মারধরও করা হয়েছে বলে উঠেছে অভিযোগ৷ রাজনৈতিক এই হিংসার বলি হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মী৷ নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷

কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য বিজেপি অন্যান্য নেতৃবৃন্দরা। সোনারপুরে নিহত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেন নাড্ডা। রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল৷ কলকাতায় ধর্নায় বসার কথা জানানো হয়েছে বিজেপির তরফে৷ সূত্রে খবর, ধর্নায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 8 =