কলকাতা: আম্পানের ক্ষত শুকনোর আগেই রাজ্যের আকাশে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’৷ এই দুর্যোগ ঘনিয়ে আসার আগেই তৎপর রাজ্য প্রশাসন৷ এদিন নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের প্রায় ২০টি জেলা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে চলেছে৷ ঘূর্ণিঝড়ের পাশাপাশি চলবে বৃষ্টিপাত৷ আগামীকাল থেকে ৪৮ ঘণ্টা টানা নবান্ন থেকে মনিটরিং করা হবে৷ আজও মনিটিং চলছে৷ পাশাপাশি ৫১টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত রাখা হয়েছে৷
আরও পড়ুন- মিলবে মাসে-মাসে টাকা, মন্ত্রিসভার বৈঠকে ৩টি বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৫ দিন আগে থেকেই এই বিপর্যয় নিয়ে বৈঠক করা হচ্ছে৷ এই সময় উপকূলবর্তী এলাকায় কোনও পর্যটন চলবে না৷ হাসপাতাল ও ভ্যাকসিন সেন্টারগুলিতে পাওয়ার ব্যাকআপ করা হয়েছে৷ তাঁর কথায়, প্রকৃতির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই৷ তাই আমরা শুধু আগাম প্রস্তুতিটুকু নিতে পারি৷ তাই ব্লক স্তরে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে৷ সাংবাদিকদেরও সাহায্য করা হবে৷ ৪ হাজার সাইক্লোন শেল্টার, ফুড শেল্টার স্কুল ও কলেজে করা হয়েছে৷ প্রতিটি জায়গায় প্রচার চালানো হচ্ছে৷ কারণ আম্পানের চেয়েও বড় হতে চলেছে যশ৷ তিনি জানান, ঝড় থামলেই কাজে নামবে ১০০০ টিম৷ তারা বিদ্যুৎ পুনরুদ্ধার করবে৷ ৪৫০টি টিলিকম রেস্টোরেশন টিম রয়েছে৷ এই সময় বন্ধ থাকবে সমস্ত ফেরি চলাচল৷ পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে৷ ইতিমধ্যেই বিপদসঙ্কুল স্থান থেকে মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনার কাজ শুরু হয়ে গিয়েছে৷ সতর্ক করা হয়েছে স্বাস্থ্য দফতরকেও৷ ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে৷
আরও পড়ুন- আজও হল না জামিনের শুনানি, নারদকাণ্ডে হাইকোর্টের চোখা প্রশ্নের মুখে CBI
মুখ্যমন্ত্রী জানান, আজ সকালে বাংলা, ওডিশা ও অন্ধ্রপ্রদেশকে নিয়ে বৈঠক করেছেন অমিত শাহ৷ তিনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে৷ ৬০০ কোটি টাকা দেওয়া হচ্ছে ওডিশাকে৷ ৬০০ কোটি টাকার উপর দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশকে৷ আর বাংলাকে দেওয়া হয়েছে ৪০০ কোটির কিছু বেশি৷ এবারও বঞ্চিত বাংলা৷ তিনি বলেন, আম্পান, বুলবুলে পাইনি৷ আরও একটি ঝড় আসছে৷ ঘূর্ণিঝড়ের আগে মমতা বার্তা, ঝড় নিয়ে আতঙ্কিত হওয়ায় কোনও প্রয়োজন নেই৷ কিন্তু ঝড় দেখার জন্য কেউ যেন বাইরে না যায়৷ ঝড়ে টিন, গাছের ডাল উড়ে আসে৷ গাড়ির উপড়ে গাছ পড়ে দুর্ঘটনা ঘটে৷ অনেক সময় বিদ্যুতের তারও পড়ে থাকে, তা থেকেও বিপদ হতে পারে৷ এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে৷ তবে এবার সিএসসি আগে থেকেই তাদের টিম প্রস্তুত রেখেছে৷