মিলবে মাসে-মাসে টাকা, মন্ত্রিসভার বৈঠকে ৩টি বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিলবে মাসে-মাসে টাকা, মন্ত্রিসভার বৈঠকে ৩টি বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা:  নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নবান্নে সাংবাদিক বৈঠকে সে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- আজও হল না জামিনের শুনানি, নারদকাণ্ডে হাইকোর্টের চোখা প্রশ্নের মুখে CBI

এদিন মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রতিটি দলই ইস্তেহারে নিজেদের প্রতিশ্রুতি প্রকাশ করে থাকে৷ কিন্তু দেখা যায় ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনেকেই পূরণ করেন না৷ তবে একুশের ইস্তেহারে যে সকল প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল, তা পূরণের উদ্যত৷ তৃণমূলের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে আজ সোমবার ক্যাবিনেটে বেশ কিছু বিষয় পাশ করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, দলীয় ইস্তেহারে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে একজন মহিলাকে মাসে ৫০০ টাকা ও তফশিলি জাতি-উপজাতি পরিবারের মহিলাদের মাসে ১০০০ টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হবে৷ অপরটি হল উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড দেওয়া হবে৷ খুব কম সুদে এই টাকা শোধ করতে হবে তাঁদের৷ আজ এই দুটি বিষয়ই মন্ত্রিসভায় পাশ করা হয়েছে৷ এছাড়াও তৃণমূলের ইস্তেহারে দুয়ারে রেশন প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ সেটিও শীঘ্র চালু করা হবে৷ 

আরও পড়ুন- নির্দিষ্ট সময়ের আগেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! দেখুন যশের ভ্রূকুটি

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই তিনটি প্রকল্প চালু করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ মুখ্য সচিব এই টাস্ক ফোর্সের মাথায় থাকাবেন৷ মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পগুলি চালু করতে কিছুটা সময় লাগবে৷ তবে সরকার গঠনের এক মাসের মধ্যেই এই প্রকল্পগুলো কার্যকর করতে মন্ত্রিসভার বৈঠকে তা পাশ করা হয়েছে৷ তিনি জানান, মুখ্য সচিবের নেতৃত্বে একটি করে কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটিতে থাকবে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, শিক্ষা দফতর, খাদ্য দফতর, মহিলা ও নারী সুরক্ষা দফতরের প্রতিনিধিরা৷ এছাড়াও কলকাতা পুলিশে আড়াই হাজার লোক নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ সেটিও মন্ত্রিসভায় পাশ করা হয়েছে আজ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *