‘ভারতের GDP যখন মাইনাস ছিল, আমরা ছিলাম প্লাস’: মমতা

‘ভারতের GDP যখন মাইনাস ছিল, আমরা ছিলাম প্লাস’: মমতা

59be3fba949baf2026debd3d95251abe

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্যের মঞ্চ থেকে দেশ বিদেশের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিভিন্ন সরকারি প্রকল্পের কথা এদিন তুলে ধরেন তিনি৷ তাঁর কথায় উঠে আসে জিডিপি প্রসঙ্গ৷ মমতা বলেন, ‘‘অতিমারি পরিস্থিতিতেও বাংলার জিডিপি বৃদ্ধি উল্লেখযোগ্য। ভারতের জিডিপি যখন মাইনাস, তখন আমরা ছিলাম প্লাস। রাজস্ব ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’’ সেই সঙ্গে তিনি এও বলেন, ‘‘এই কথা বলছি কারণ আপনাদের এখানে ব্যবসা করতে সুবিধা হবে।’’  তিনি বলেন, বাংলার উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে আটটি স্তম্ভের উপর।

আরও পড়ুন- এজেন্সি যেন বাংলায় বিনিয়োগকারীদের বিরক্ত না করে, দয়া করে দেখবেন, রাজ্যপালকে আর্জি মমতার

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘বাংলার বাজারের চাহিদা রয়েছে। কারণ বাংলা পূর্ব ভারত, উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ, ভুটান, দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে৷ তাই বাংলায় বিনিয়োগ করলে এখান থেকে এই সকল জায়গাতেও আপনাদের ব্যবসা সম্প্রসারিত হবে।’’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আশ্বাস, বাংলার বিনিয়োগকারী সকল শিল্পপতি ও ব্যবসায়ী বাংলার পরিবারের সদস্য হয়ে থাকবেন৷  বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মনে রাখবেন আপনারা দেশের অন্য রাজ্যে নয়, পশ্চিমবঙ্গে আসছেন। এখানে এলে আপনারাও আমাদের পরিবারের সদস্য হবেন। বাংলাকে নিজের ঘর ভাবতে পারেন। এখানে ব্যবসা করলে দেখতে পাবেন, আমরা সবাই, সব ধর্ম একসঙ্গে পরিবারের মতো থাকি। নিজের উপর আস্থা রাখুন। বিনিয়োগ করুন।