এজেন্সি যেন বাংলায় বিনিয়োগকারীদের বিরক্ত না করে, দয়া করে দেখবেন, রাজ্যপালকে আর্জি মমতার

এজেন্সি যেন বাংলায় বিনিয়োগকারীদের বিরক্ত না করে, দয়া করে দেখবেন, রাজ্যপালকে আর্জি মমতার

76f013cb35b47ed87c45b5d534e181ca

কলকাতা:   তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শিল্পের উপর আমাদের বিশেষ নজর দিতে হবে। গত দু’বছর করোনার পরিস্থিতিতে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করা সম্ভব হয়নি। তাই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে অধিক গুরুত্ব সহকারে দেখছেন তিনি৷ বাংলায় বিনিয়োগকারীদের আহ্বান জানানোর পাশাপাশি রাজ্যপালকে বার্তা দিলেন তিনি৷ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যপালের উদ্দেশে বলেন, বাংলায় বিনিয়োগকারীদের পিছনে যাতে কোনও এজেন্সি না পড়ে, দয়া করে এই দেখবেন৷ 

আরও পড়ুন- 

মঞ্চ থেকেই রাজ্যপালের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন, বাংলায় বাণিজ্য করতে গিয়ে যাতে শিল্পপতিদের যেন কোনও অসুবিধা না হয়৷ এই বিষয়ে  কেন্দ্রের সহযোগিতা কাম্য। কেন্দ্র যেন কোনও এজেন্সি দিয়ে বিরক্ত না করে৷ আপনি এই বিষয়টি দয়া করে দেখবেন। 

পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মনে রাখবেন আপনারা দেশের অন্য রাজ্যে নয়, পশ্চিমবঙ্গে আসছেন। এখানে এলে আপনারাও আমাদের পরিবারের সদস্য হবেন। বাংলাকে নিজের ঘর ভাবতে পারেন। এখানে ব্যবসা করলে দেখতে পাবেন, আমরা সবাই, সব ধর্ম একসঙ্গে পরিবারের মতো থাকি। নিজের উপর আস্থা রাখুন। বিনিয়োগ করুন।