যা হয়েছে ভোটের আগে, ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি, সাফ জবাব মমতার

যা হয়েছে ভোটের আগে, ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি, সাফ জবাব মমতার

কলকাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন৷ এই রিপোর্ট নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে থেকে সরাসরি তোপ দাগেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে৷  

আরও পড়ুন- সৈকত নগরীকে সাজিয়ে তুলতে একাধিক পরিকল্পনা, ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেও ভালো ভাবে জানেন উত্তরপ্রদেশে কী হচ্ছে৷ সেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই৷ সে রাজ্যে কটা কমিশন পাঠানো হয়েছে? উন্নাও থেকে হাথরাস একাধিক ঘটনা ঘটে গিয়েছে৷ মানবাধিকার কমিশন, সংখ্যালঘু কমিশন, ইডি, সিবিআই কটা কমিশন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী? উত্তরপ্রদেশে সাংবাদিকদেরও রেহাই করা হয়নি৷ ভোটের আগে নির্বাচন কমিশনের অধীনে এ রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে৷ যা নিয়ে আমারাও উদ্বেগে ছিলাম৷ কিন্তু এই ঘটনা ছিল ভোট পূর্ববর্তী৷ ভোট পরবর্তী কোনও হিংসা রাজ্যে হয়নি৷ ভোট পূর্ব হিংসার দায় নির্বাচন কমিশনের, আমাদের নয়৷ 

তাঁর কথায়, কেন্দ্র মিথ্যে কথা বলছে৷ একথা বলার পরেও নিজে শুধরে মমতা বলেন, ‘মিথ্যেবাদী’ শব্দটা অসাংবিধানিক৷ তাই বলব ওঁনারা তথ্য বিকৃত করছেন৷ আদালত এ বিষয়ে আমাদের সময় দিয়েছে৷ আমরাও আমাদের বক্তব্য আদালতকে জানাব৷ তবে শুনানি শুরু হওয়ার আগেই জাতীয় কমিশনের রিপোর্ট ফাঁস করে দেওয়া হল৷ এটা সঠিক কাজ নয়৷ বাংলার মানুষকে কলঙ্কিত করার জন্য এটা করেছে বিজেপি৷ 

তিনি আরও বলেন, কোভিডের সময় উত্তরপ্রদেশে মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে৷ কোভিডের কোনও সঠিক তথ্য নেই রাজ্যের হাতে৷ উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে এই মৃতদেহ বাংলায় ভেসে এসেছে৷ বিহারকে জিজ্ঞাসা করুন কটা মৃতদেহ উদ্ধার করেছে৷ বাংলায় ৮টি দেহ উদ্ধার করা হয়েছে৷ শেষ কৃত্যের বদলে এভাবে দেহ গঙ্গায় ভাসানো হয়েছে৷ মৃত্যুর পরেও ওঁরা মানুষকে সম্মান দেয়নি৷ কিন্তু বিজেপি শাসিত রাজ্য বলে সব কিছুতেই পাড় পেয়ে গিয়েছে উত্তরপ্রদেশ৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =