বিরোধীদের জবাব দিয়ে কর্মসংস্থানে কল্পতরু মমতা, ‘যুব শক্তি’ প্রকল্পে চাকরির সুযোগ

বিরোধীদের জবাব দিয়ে কর্মসংস্থানে কল্পতরু মমতা, ‘যুব শক্তি’ প্রকল্পে চাকরির সুযোগ

কলকাতা:  ভোটের উষ্ণ হাওয়ায় নজির গড়ে অন্তর্বতী বাজেট পেশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধীদের হাতের ধারোল অস্ত্র ভোঁতা করতে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- বাজেট: কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটালিয়ন, উড়ালপথ নির্মাণে ২,৫৭৫ কোটি

আইএএস এবং আইপিএস পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা কথা বাজেট বক্তৃতায়  উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের ছেলেমেয়েরা আইএএস ও আইপিএস পরীক্ষায় যাতে আরও বেশি করে সাফল্য অর্জন করতে পারে, তার জন্যে অ্যাডমেনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট বা বিশেষ আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করা হবে৷ যেখানে ১০০ জন ছেলেমেয়ের পড়াশোনা করতে পারবে৷ তাঁদের থাকা-খাওয়া ও পড়াশোনার খরচ সরকারই বহন করবে৷ এছাড়াও এই সমস্ত ছাত্রছাত্রীদের মাসিক বৃত্তিও দেওয়া হবে৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে৷ 

এছাড়াও রাজ্যের যুবক-যুবতীদের চাকরির জন্য ‘যুব শক্তি’ নামে একটি বিশেষ প্রকল্প চালু করা হবে৷ এখানে প্রতি তিন বছর অন্তর ১০ হাজার ছাত্রছাত্রীকে সুযোগ দেওয়া হবে৷ তাঁরা বিভিন্ন দফতরে ইনটার্নশিপের সুযোগ পাবেন৷ ইন্টার্নশিপ শেষ হলে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন সরকারি কাজে তাঁরা চাকরির সুযোগ পাবেন৷ 

তরুণের স্বপ্ন প্রকল্পে দ্বাদশ শ্রেণির ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়া হবে৷ কোভিড পরিস্থিতিতে অনলাইনের উপর নির্ভরশীল পড়াশোনায় সাহায্য করতে এবারেও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দেওয়া হয়েছে৷ আগামী অর্থবর্ষ থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণির ৯ লক্ষ ছাত্রছাত্রীকে একটি করে ট্যাব দেওয়া হবে৷ এর জন্য ৯০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে৷ 

আরও পড়ুন- শিক্ষাখাতে বিপুল ব্যয় বরাদ্দ, অনগ্রসর শ্রেণির জন্য বিশেষ সুযোগ

বাজেটে বিশেষ গুরুত্ব গেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের৷ তাঁদের পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি  অবসরকালীন ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে৷ শিক্ষাক্ষেত্রে বর্তমানে পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষকদের গুরুত্বের কথা বিবেচনা করে ইতিমধ্যেই ২০১৮ সালে তাঁদের পারিশ্রমিক ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷ আগামী অর্থবর্ষ থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত এই সকল শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর ৩ শতাংশ হারে বর্ধিত পারিশ্রমিক পাবেন৷ একই সঙ্গে ৬০ বছর বয়স পার হলে এককালীন ৩ লক্ষ টাকা বার্ধক্য সহায়তা হিসাবে পাবেন৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =