বাজেট: কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটালিয়ন, উড়ালপথ নির্মাণে ২,৫৭৫ কোটি

কলকাতা পুলিশে নেতাজি ব্যাটালিয়ন নামে নতুন ব্যাটালিয়ন হবে। তার জন্য বরাদ্দ ১০ কোটি টাকা।

কলকাতা: রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ, সেই কারণে এই প্রথমবার বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-২২ সালের অন্তর্বর্তী বাজেটে শিক্ষা এবং পার্শ্ব শিক্ষক নিয়োগে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে কলকাতা পুলিশে নতুন ব্যাটালিয়ন এবং তার জন্য বরাদ্দ অর্থের কথাও এ দিন ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, কলকাতা পুলিশে নেতাজি ব্যাটালিয়ন নামে নতুন ব্যাটালিয়ন হবে। তার জন্য বরাদ্দ ১০ কোটি টাকা। অন্যদিকে, নেতাজি রাজ্য যোজনা কমিশনের জন্য ৫ কোটি বরাদ্দের ঘোষণা করেন তিনি। পাশাপাশি, নিউটাউনে ‘আজাদ হিন্দ বাহিনী’ স্মারক তৈরির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, পার্ক সার্কাসে স্কাইওয়াক হবে। এর সঙ্গে অন্ডাল বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে, তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে এবং অশোকনগরে গ্যাস উত্তোলনের জন্যও বরাদ্দ করা হয়েছে। মমতার আরও সংযোজন, রুবি থেকে কালিকাপুর, উল্টোডাঙা থেকে পোস্তা বাজার, চিংড়িঘাটা থেকে নিউটাউন, পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপথ নির্মাণ হবে।এই উড়ালপথ নির্মাণে ২,৫৭৫ কোটি টাকা বরাদ্দ। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কমিশনকে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। 

এ দিকে, তিনি আরও জানান, মাদ্রাসা গুলিকে আর্থিক সহায়তার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অলচিকি ভাষায় পড়ার জন্য ৫০০ টি নতুন স্কুল এবং পার্শ্ব শিক্ষক নিযুক্ত করা হবে, এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। পাশাপাশি নেপালি এবং হিন্দি ভাষার জন্য ১০০ স্কুল হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি এ দিন ঘোষণা করেন, তপশিলি জাতি এবং উপজাতি, দু:স্থদের জন্য আগামী তিন বছরে ১০০ টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। একই সঙ্গে তিনি এদিন এও দাবি করেন, রাজ্যের রাজস্ব আদায় আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। রাজ্যে কল্যাণমূলক কর্মসূচি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 10 =

বাজেট হাইলাইটস: শিক্ষায় আরও জোর, নিয়োগ হবে পার্শ্ব শিক্ষক

বাজেট হাইলাইটস: শিক্ষায় আরও জোর, নিয়োগ হবে পার্শ্ব শিক্ষক

কলকাতা: রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ, সেই কারণে এই প্রথমবার বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-২২ সালের অন্তর্বর্তী বাজেটে শিক্ষা এবং পার্শ্ব শিক্ষক নিয়োগে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি জানালেন, মাদ্রাসা গুলিকে আর্থিক সহায়তার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অলচিকি ভাষায় পড়ার জন্য ৫০০ টি নতুন স্কুল এবং মোট ১৫০০ জন পার্শ্ব শিক্ষক নিযুক্ত করা হবে, এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। পাশাপাশি নেপালি এবং হিন্দি ভাষার জন্য ১০০ স্কুল হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি এ দিন ঘোষণা করেন, তপশিলি জাতি এবং উপজাতি, দু:স্থদের জন্য আগামী তিন বছরে ১০০ টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। এ দিন তিনি আরও জানান, চা-বাগান এলাকায় শ্রমিকদের জন্য আগামী ৫ বছরে ১০০টি বিদ্যালয় হবে। একই সঙ্গে তিনি এদিন এও দাবি করেন, রাজ্যের রাজস্ব আদায় আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। রাজ্যে কল্যাণমূলক কর্মসূচি চলছে।

এ দিন শুরু থেকেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী কেন বাজেট করবেন এই প্রশ্ন তুলে সরব হন তারা। বিজেপি বিধায়কদের এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি বিধায়কের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেন। তবে সেসব পাত্তা দেয়নি বিজেপি বিধায়করা। প্রতিবাদ করে বিধানসভার ত্যাগ করে তারা। তবে বিধানসভার ত্যাগ করতে করতে জয় শ্রীরাম ধ্বনি তুলে শাসকদলের বিরোধিতা করেছেন বিজেপির সকল বিধায়ক।

গোটা ঘটনায় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যক্ষভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন যে স্পিকারের কথা না শুনলে তিনি ব্যবস্থা নেবেন। তিনি আরো বলেন যে, রাজ্যপালের অনুমোদন রয়েছে আজকের বাজেট পেশের জন্য, তাহলে বিজেপি বিধায়করা কেন এমন আচরণ করছেন সেটা তিনি জানেন না। এ দিকে বিজেপি বিধায়কদের আচরণে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, এর আগে তিনি অনেকবার বাজেট পেশ করেছেন, কিন্তু বাজেট পেশের সময়ে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এই রকম আচরণ করেনি আজকে যা বিজেপির প্রতিনিধিরা করল। যদি ৪-৫ জনে এই অবস্থা হয় তাহলে পরে কি হবে সে বোঝাই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − seven =