হুইলচেয়ারে বসেই নন্দীগ্রামে রোড শো মমতার, উলুধ্বনি, শঙ্খধ্বনিতে উৎসাহীদের ভিড়

হুইলচেয়ারে বসেই নন্দীগ্রামে রোড শো মমতার, উলুধ্বনি, শঙ্খধ্বনিতে উৎসাহীদের ভিড়

নন্দীগ্রাম:  ১ এপ্রিল ভোট নন্দীগ্রামে৷ তার আগে প্রচারের ঝড় তুলতে আজ নন্দীগ্রামে রোড শো মমতা বন্দোপাধ্যায়ের৷ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুর চক পর্যন্ত রোড শো করবেন তিনি৷ পাশাপাশি আজ নন্দীগ্রামে মোট ৩টি জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর৷ রোড শো দিয়েই শুরু হল তাঁর আজকের কর্মসূচি৷ হুইল চেয়ারে বসেই ৮ কিলোমিটার পথ রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- সল্টলেক সেন্ট্রাল পার্কের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত প্রায় ৭০টি ঝুপড়ি

মুখ্যমন্ত্রীর রোড শো শেষ হবে ঠাকুর চকে৷ সেখানেই একটি জনসভা করবেন তিনি৷ এর পর রয়েছে আরও দুটি জনসভা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে আজ রোড শো’তে পা মিলিয়েছেন কয়েক হাজার মানুষ৷ রাস্তার দু’ধারে উৎসাহী মানুষের ভিড়৷ তাঁরা প্রচারের উষ্ণতা বাড়িয়ে শাঙ্খধ্বনি করছেন, উলুধ্বনি দিচ্ছেন৷ 

প্রসঙ্গত, আহত হওয়ার ১৮ দিন পর রবিবার নন্দীগ্রামে পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে পৌঁছেই বিরুলিয়া গ্রামে তাঁর বার্তা, নন্দীগ্রামকে উন্নত করাই তাঁর প্রধান লক্ষ্য৷ যাঁদের হাতে তিনি দায়িত্ব সঁপেছিলেন, তাঁরা তাঁদের দায়িত্ব পালন করেননি৷ বহু ক্ষেত্রে নন্দীগ্রামকে অবহেলিত হতে হয়েছে৷ বলা হাহুল্য যে, এদিন স্পষ্টতই তাঁর আঙুল উঠেছিল শুভেন্দু অধিকারীর দিকে৷ 

আরও পড়ুন- “মানুষটা সেদিন রঙে ঢেকে গিয়েছিল..”, দোলপূর্ণিমায় সৌমিত্র স্মৃতিতে মশগুল সুজাতা

এক সময় শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই দুই মেদিনীপুর তথা নন্দীগ্রামকে তিনি দেখতেন৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, শুভেন্দু নিজেকে নন্দীগ্রামের নেতা বলে জাহির করলেও, নন্দীগ্রাম আন্দেলনে অধিকারী বাড়ির বিশেষ কোনও ভূমিকা ছিল না৷ অনেক পড়ে তাঁরা আন্দোলনে যোগ দিয়েছিলেন৷ সেই সঙ্গে তাঁর বিস্ফোরক অভিযোগ, ১৪ মার্চ নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল, সেটা অধিকারী পরিবার আগে থেকেই জানতেন৷ শুধু তাই নয় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + one =