Aajbikel

কাল থেকে বন্ধ সমস্ত লোকাল ট্রেন, কমল ব্যাঙ্কে কাজের সময়, চলবে আংশিক লকডাউন

 | 
কাল থেকে বন্ধ সমস্ত লোকাল ট্রেন, কমল ব্যাঙ্কে কাজের সময়, চলবে আংশিক লকডাউন
 

কলকাতা: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই কোভিড বিরোধী লড়াইয়ে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজভবনে শপথ নিয়েই নবান্নে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন তিনি৷ পরিস্থিতি মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ মুখ্যমন্ত্রীর৷

আরও পড়ুন- রাজ্যে সম্পূর্ণ লকডাউন নয়! ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী


এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ পাশাপাশি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে সমস্ত শপিং মল, শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, জিম, স্পা, সুইমিংপুল৷ আংশিক লকডাউন জারি থাকবে রাজ্যজুড়ে৷ এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক এবং বিনোদন সংক্রান্ত সমাবেশ করা যাবে না৷ করা যাবে না রাজনৈতিক সমাবেশ৷ বিয়ে বাড়ি বা অন্য কোনও অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক আমন্ত্রণ করা যাবে না৷ চলবে আংশিক লকডাউন৷ সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত দোকান খোলা থাকবে৷ এছাড়া আগামী কাল থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে৷ রাজ্যের পরিবহণ ব্যবস্থাও ৫০ শতাংশ করা হবে৷ কলকাতা, বাগডোগড়া এবং অন্ডাল বিমানবন্দরে কোভিড রিপোর্ট ছাড়া আসা যাবে না৷ লাগবে আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট৷ ভুয়ো রিপোর্ট ধরতে  ব়্যানডাম টেস্ট করা হবে বলেও জানান তিনি৷ 
 

বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে৷ অফিসে কাজের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করাতে হবে৷ তিনি জানান, সুফল বাংলা বাড়ানো হবে৷ তেমনই অনলাইন পরিষেবা চালু থাকবে৷ তবে কমানো হবে ব্যাঙ্কের কাজের সময়৷ ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক৷ জরুরি পরিষেবা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিষেবা, দমকলের উপর কোনও বিধি নিষেধ থাকবে না৷ এনজিওগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, এবার জেলায় জেলায় হবে কোভিড ওয়ারিয়র ক্লাব৷ তৈরি হবে আরও প্লাজমা ব্যাঙ্ক৷ বাজার, অফিস থেকে সমস্ত জায়গা স্যানিটাইজ করতে হবে৷ যে সকল স্কুল বিল্ডিং-এ কেন্দ্রীয় বাহিনী ছিল, সেগুলি সম্পূর্ণ ভাবে স্যানিটাইড করা হবে৷

Around The Web

Trending News

You May like