‘জলে আমার বাড়িও ডুবে গিয়েছে’, বললেন মমতা

‘জলে আমার বাড়িও ডুবে গিয়েছে’, বললেন মমতা

দীঘা: যশের তাণ্ডবে লন্ডভন্ড পশ্চিমবাংলার বিস্তীর্ণ এলাকা৷ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘা৷ আজ দীঘার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ভরা কোটালের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা৷ ভরা কোটালের জলই সকলকে ডুবিয়ে দিয়েছে৷ তিনি জানান, আজকেও যে জল এসেছে তাতে ডুবে গিয়েছে তাঁর বাড়িও৷ 

আরও পড়ুন- দীঘা-সুন্দরবনের জন্য মোদীর কাছে ২০ হাজার কোটির প্যাকেজ চাইলেন মমতা

মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গার জলের আমাদের বাড়িও  ডুবে গিয়েছে৷ সবটাই স্রোতের জল৷ আর এদিকে ঢুকে পড়েছে সাগরের জল৷ প্রকৃতি মাকে তো আর আটকানো যায় না৷ তবে এখান থেকে বাঁচতে হবে এবং এর জন্য স্থায়ী সমাধান চাই৷ কখনও সুনামি, কখনও আয়লা, বুলবুল, যশ আসছে৷ আগামী দিনেও ঝড় আসবে৷ এর হাত থেকে বাঁচতে দক্ষিণ ২৪ পরগণায় পরিবেশ দফতরের তরফে ৫ কোটি ম্যানগ্রোভ গাছ পোঁতা হয়েছে৷ দীঘার জন্যেও তেমন পরিকল্পনা করতে হবে৷ দীঘাতেও ম্যানগ্রোভ লাগানো যায় কিনা, সে বিষয়ে চিন্তা ভাবনা ও পরকল্পনা করবে বন ও পরিবেশ দফতর৷ এছাড়াও এক ধরনের ঘাস পাওয়া যায়, যা দিয়ে নদীর ভাঙন আটকানো সম্ভব৷ নদীর তীরবর্তী এলাকাগুলোকে ওই ধরনের ঘাস লাগাতে হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =