দীঘা: যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দীঘায় আসার আগে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যের রিপোর্ট তুলে দেন তিনি৷ সেখান থেকে দীঘার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে রিপোর্ট তুলে দিয়ে এসেছি আমি এবং মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷’’ সেই সঙ্গে তিনি বলেন, সকলের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে৷ দীঘায় পুরনো সৌন্দর্য ফিরে আসবে৷
আরও পড়ুন- মুখ্য সচিবর হাতে দীঘা ডেভলপমেন্ট অথরিটির দায়িত্ব সঁপলেন মমতা
মুখ্যমন্ত্রী বলেন, আজ হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখা, ভাঙড় পরিদর্শন করার পর সাগর, নামখানা, পাথরপ্রতিমায় গিয়েছিলাম৷ এর পর গিয়েছিলাম কলাইকুণ্ডায়৷ সেখানে প্রধানমন্ত্রী রিভিউ মিটিং ডেকেছিলেন৷ কিন্তু আমরা জানাতাম না৷ আমাদের দীঘায় মিটিং ছিল৷ তা সত্ত্বেও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে চেয়েছিলেন বলে কলাইকুণ্ডায় গিয়ে আমাদের ক্ষয়ক্ষতির খতিয়ান প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি৷ উপস্থিত ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দিয়ে বলেছি, ‘‘আপনি যা ভালো বুঝবেন করবেন৷’’ তিনি জানান, এখনও পর্যন্ত ২০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির রিপোর্ট মিলেছে৷ এরই মধ্যে এদিন দুটি ভালো প্রকল্পও রাখা হয়েছে৷ মমতা বলেন, দীঘা ডেভলপমেন্ট ও সুন্দরবন ডেভলপমেন্টের জন্য ১০ হাজার কোটি করে মোট ২০ হাজার কোটি টাকার প্যাকেজ প্রধানমন্ত্রীর কাছে চাওয়া হয়েছে৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে চেয়েছিলেন বলেই এতদূর থেকে কলাইকুণ্ডায় গিয়েছিলাম৷ দীঘায় আসতে হবে বলে আমারা তাঁর অনুমতি নিয়ে বেরিয়ে আসি৷