মুখ্য সচিবর হাতে দীঘা ডেভলপমেন্ট অথরিটির দায়িত্ব সঁপলেন মমতা

মুখ্য সচিবর হাতে দীঘা ডেভলপমেন্ট অথরিটির দায়িত্ব সঁপলেন মমতা

দীঘা: যশের দাপটে লন্ডভন্ড দীঘা৷ যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দীঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক বৈঠক করেন তিনি৷ আগামীকাল দীঘা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- মোদীর রিভিউ মিটিং এড়ালেন মমতা, আগেই সাক্ষাৎ সেরে দিলেন রিপোর্ট

যশের ধাক্কায় দীঘায় বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কৃষি থেকে মৎস্য, প্রতিটি ক্ষেত্রে বিপুল ক্ষতি হয়েছে৷ দীর্ঘ রাস্তা ভেঙে গিয়েছে৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, দীঘায় বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে৷ তার উপর এখন দীঘা ডেভলপমেন্ট অথরিটির কোনও চেয়ারম্যানও নেই৷ তাই আপাতত দীঘা ডেভলপমেন্ট অথরিটির দায়িত্ব মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে৷ কারণ দীঘায় যে ক্ষতি হয়েছে, তাতে নতুন করে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে৷ নতুন সেট আপ গড়ে তুলতে হবে৷ এবং সেই কাজ করার জন্য মাথার উপর গুরুত্বপূর্ণ কেউ না থাকলে সম্ভব হবে না৷ সেই কারণেই মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব তুলে দেন মুখ্যমন্ত্রী৷ মুখ্য সচিবের নেতৃত্বে কাজ চলবে বলেও জানান তিনি৷ সেই সঙ্গে সেচ দফতরকেও ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *