তপন: ষষ্ঠ দফার ভোটের মাঝেই দক্ষিণ দিনাজপুরের তপন থেকে ফের ‘খেলা’র ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাঁর কথায়, তৃণমূলের সঙ্গে বিজেপি’র খেলা হবে৷ আর এই খেলায় জিতবে তৃণমূল৷ বিজেপি’কে মাঠের বাইরে বার করে দিতে হবে৷
আরও পড়ুন- নার্ভাস! ২ ঘণ্টা বুথ থেকে উধাও প্রিসাইডিং অফিসার, পদক্ষেপ কমিশনের
মমতা বলেন, আপনারা আগের বার বিজেপি’কে ভোট দিয়েছিলেন৷ কিন্তু ওঁরা বালুরঘাট, তপন, হরিরামপুর সহ উত্তরবঙ্গের জন্য একটা কাজও করেনি৷ তাঁর কথায়, বিজেপি’কে ভোট দেওয়া মানে দাঙ্গা বাড়ানো৷ এর পরেই এদিন তৃণমূলের প্রতীক আঁকা একটি বল সভায় উপস্থিত এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য ডাক দেন তিনি৷ সভার উপর থেকেই বল ছোড়েন তৃণমূল নেত্রী৷ কিন্তু ওই ব্যক্তি বলটি লুফতে ব্যর্থ হন৷ তাতেই বেজায় চটে যান তিনি৷ মমতা বলেন, ‘‘তোমার দ্বারা হবে না আগেই জানতান৷ চেহারা দেখেই বুঝেছিলাম, কোনও দিনও খেলে না, খেলতে এসেছে৷’’ এর পর প্রচণ্ড বিরক্ত হয়ে ডেকে নেন অন্য একটি ছেলেকে৷ তিনি বল লুফতেই বলেন, ‘‘খেলোয়ার ছাড়া কি খেলতে পারে? একটু আধটু প্র্যাকটিস করতে হবে৷ আমি খেলি না৷ কিন্তু আমার সব কিছু খেলায় অভ্যাস আছে৷ হাডুডু-ও খেলতে পারি, সাঁতারও কাটতে পারি৷ বলও নাচাতে পারি আবার ব্যাটমিনটনও খেলতে পারি৷ ক্রিকেটও খেলতে পারি৷’’ লোকসভা, রাজ্য সভায় তিনি বেস্ট প্লেয়ার হয়েছিলেন বলেও জানান মমতা৷ তাঁর মতে, রোজ খেলার দরকার নেই৷ উৎসাহ থাকলে এমনিই হয়ে যায়৷