বল লুফতে না পারায় চটলেন মমতা, বললেন ‘আমি খেলি না, কিন্তু সব কিছু খেলার অভ্যাস আছে!’

বল লুফতে না পারায় চটলেন মমতা, বললেন ‘আমি খেলি না, কিন্তু সব কিছু খেলার অভ্যাস আছে!’

তপন:  ষষ্ঠ দফার ভোটের মাঝেই দক্ষিণ দিনাজপুরের তপন থেকে ফের ‘খেলা’র ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাঁর কথায়, তৃণমূলের সঙ্গে বিজেপি’র খেলা হবে৷ আর এই খেলায় জিতবে তৃণমূল৷ বিজেপি’কে মাঠের বাইরে বার করে দিতে হবে৷ 

আরও পড়ুন- নার্ভাস! ২ ঘণ্টা বুথ থেকে উধাও প্রিসাইডিং অফিসার, পদক্ষেপ কমিশনের

মমতা বলেন, আপনারা আগের বার বিজেপি’কে ভোট দিয়েছিলেন৷ কিন্তু ওঁরা বালুরঘাট, তপন, হরিরামপুর সহ উত্তরবঙ্গের জন্য একটা কাজও করেনি৷ তাঁর কথায়, বিজেপি’কে ভোট দেওয়া মানে দাঙ্গা বাড়ানো৷ এর পরেই এদিন তৃণমূলের প্রতীক আঁকা একটি বল সভায় উপস্থিত এক ব্যক্তির  হাতে তুলে দেওয়ার জন্য ডাক দেন তিনি৷ সভার উপর থেকেই বল ছোড়েন তৃণমূল নেত্রী৷ কিন্তু ওই ব্যক্তি বলটি লুফতে ব্যর্থ হন৷ তাতেই বেজায় চটে যান তিনি৷  মমতা বলেন, ‘‘তোমার দ্বারা হবে না আগেই জানতান৷ চেহারা দেখেই বুঝেছিলাম, কোনও দিনও খেলে না, খেলতে এসেছে৷’’ এর পর প্রচণ্ড বিরক্ত হয়ে ডেকে নেন অন্য একটি ছেলেকে৷ তিনি বল লুফতেই বলেন, ‘‘খেলোয়ার ছাড়া কি খেলতে পারে? একটু আধটু প্র্যাকটিস করতে হবে৷ আমি খেলি না৷ কিন্তু আমার সব কিছু খেলায় অভ্যাস আছে৷  হাডুডু-ও খেলতে পারি, সাঁতারও কাটতে পারি৷ বলও নাচাতে পারি আবার ব্যাটমিনটনও খেলতে পারি৷ ক্রিকেটও খেলতে পারি৷’’ লোকসভা, রাজ্য সভায় তিনি বেস্ট প্লেয়ার হয়েছিলেন বলেও জানান মমতা৷ তাঁর মতে, রোজ খেলার দরকার নেই৷ উৎসাহ থাকলে এমনিই হয়ে যায়৷         
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *