নার্ভাস! ২ ঘণ্টা বুথ থেকে উধাও প্রিসাইডিং অফিসার, পদক্ষেপ কমিশনের

নার্ভাস! ২ ঘণ্টা বুথ থেকে উধাও প্রিসাইডিং অফিসার, পদক্ষেপ কমিশনের

চোপড়া: প্রিসাইডিং অফিসার ছাড়াই চলল ভোট৷ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ৫৫ নম্বর বুথ থেকে উধাও হয়ে গেলেন প্রিসাইডিং অফিসার৷ প্রায় ২ ঘণ্টা ধরে উধাও হয়ে যান তিনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চোপড়ায়৷ ওই অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন- উত্তপ্ত আমডাঙা, ISF-কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এদিন ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে দেখা যায়, এক জন ব্যাক্তি বারবার ভোটিং কমপার্টমেন্টের দিকে ঢুকছেন এবং বেরচ্ছেন৷ এই ছবি দেখার পরই রিটার্নিং অফিসার সরাসরি প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চান, কে এই ব্যক্তি? জানা যায়, এই ব্যক্তি আর কেউ নন, প্রিসাইডিং অফিসার নিজেই৷ ফাস্ট পোলিং অফিসারকেও মাঝে মধ্যে ওই দিকে যেতে দেখা যায়৷ প্রিসাইডিং অফিসার জানান, তিনি নাকি বারবার জল খেতে যাচ্ছিলেন৷ কিন্তু ভোটিং কমপার্টমেন্টের দিকে কেন বারবার জল খেতে যাচ্ছিলেন তিনি? আসলে দরজাটা ছিল সেই দিকেই৷ আর ছবি দেখে মনে হচ্ছিল তিনি বারবার ভোটিং কমপার্টমেন্টের দিকে ঢুকছেন আর বেরচ্ছেন৷ রিটার্নিং অফিসার তাঁকে যখন ডেকে পাঠান, তখন প্রিসাইডিং অফিসার বলেন, তিনি নার্ভাস বোধ করছেন৷ এর পরেই নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে কাজে অদক্ষতার অভিযোগে ওই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেন রাটার্নিং অফিসার৷ তার বদলে নতুন প্রিসাইডিং অফিসারকে বহাল করা হয়েছে৷ তবে বহাল রয়েছেন ফাস্ট পোলিং অফিসার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *