কলকাতা: কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে শহিদ মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, কোভিড নিয়ন্ত্রণে বিজেপি সরকারের মনুমেন্টাল ফেলিওর হয়েছে৷
আরও পড়ুন- ‘যত সময় নষ্ট করবেন, তত দেরি হবে’, ফ্রন্ট নিয়ে চিদাম্বরম-পাওয়ারকে তৎপরতার আর্জি মমতার
এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে জাতীয় স্তরে পরিকাঠামোর কোনও উন্নতি করা যায়নি। ওষুধ নেই, টিকা নেই, অক্সিজেন নেই৷ কিছু বোঝার আগেই কোভিডের দ্বিতীয় ঢেউ ৪ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে৷ উত্তরপ্রদেশে কোভিড আক্রান্ত ব্যক্তিদের মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে৷ এর পরেও প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশ দেশের সেরা রাজ্য৷ ওদের কোনও লজ্জা নেই৷ ওঁরা মৃতদেরও সম্মান জানাতে পারে না৷ গঙ্গায় ভেসে আসা দেহ কিছুটা বিহার আর কিছুটা আমরা দাহ করেছি৷ আপনারা কোভিড মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ৷ মনুমেন্টাল ফেলিওর হয়েছে৷ কোভিড মোকাবিলার বদলে বাংলায় প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারি করেছেন কেন্দ্রীয় নেতারা৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের চাহিদা অনুযায়ী ভ্যাকসিন পাঠানো হচ্ছে না৷ কোভিডে এখনও পর্যন্ত দেশে চার লক্ষ মানুষের মৃত্যু হয়েছে৷ আগে থেকে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে অনেক মৃত্যু আটকানো যেত বলে দাবি তাঁর। কোভিড নিয়ন্ত্রণে পিএম কেয়ার্স ফান্ডের টাকা কোথায় গেল আজ সেই প্রশ্নও তোলেন তিনি।