আমার ফোন ট্যাপ, সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছে, সুর চড়ালেন মমতা

পেগাসাসের নামে আমার  আপনার ফোন ট্যাপ

কলকাতা: একুশের মঞ্চ থেকে ফোন ট্যাপ নিয়েও হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি’কে একহাত নিয়ে এদিন তিনি বলেন, আমরা জানি আমাদের ফোন ট্যাপ রয়েছে৷ ফোন রেকর্ডারের মতো ব্যবহার করছে৷ ওরা ভয়ঙ্কর, মারাত্মক৷ মানুষকে শান্তিতে থাকতে দিতে জানে না৷ মানুষকে ক্রমাগত হয়রান করা হচ্ছে৷ তাঁদের স্বৈরতন্ত্র মাত্রা ছাড়িয়ে গিয়েছে৷ 

আরও পড়ুন- বিজেপি স্বৈরাচারী, মানি-মাসেল পাওয়ার দিয়েও বাংলার মানুষকে রুখতে পারেনি: মমতা

মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন আমি চিদাম্বরমজির সঙ্গে কথা বলতে পারছি না৷ কারণ আমরা ফোন ট্যাপ হতে পারে৷ চাইলেও শরদ পাওয়ারজি’র সঙ্গে কথা বলতে পারছি না৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রে শিবসেনার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে পারছি না৷ কথা বলতে পারছি না ওডিশা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে৷ কেন? পেগাসাসের জন্য৷ গরিব মানুষকে টাকা দেওয়ার বদলে কোটি কোটি টাকা ব্যয় করে নজরদারি চালানো হচ্ছে৷ পেগাসাসের নামে আপনার আমার সকলের ফোন ট্যাপ করা হচ্ছে৷ কখন কী করছেন সেটাও দেখে নিচ্ছে৷ আপনার মস্তিষ্কেরও স্ক্যান করা হচ্ছে৷  পেগাসাসের জেরে ফোনে প্লাস্টার লাগিয়ে রাখতে হচ্ছে বলেও জানান মমতা৷ ফোনের মতো ভারত সরকারকেও প্লাস্টার করে দিতে হবে৷  তিনি বলেন, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না৷ কেন্দ্রীয় মন্ত্রীদের ফোনও ট্যাপ৷ সমস্ত নেতা, অধিকাংশ বিচারপতি, অফিসারদের ফোনে পেগাসাস ঢুকে গিয়েছে৷  গণতন্ত্রকে ধ্বংস করছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − two =