পরিবার পিছু মাসে ৭,৫০০ টাকা দিতে হবে কেন্দ্রকে, দাবি মমতার, সমর্থন বিরোধীদের

পরিবার পিছু মাসে ৭,৫০০ টাকা দিতে হবে কেন্দ্রকে, দাবি মমতার, সমর্থন বিরোধীদের

কলকাতা: বাংলায় পরিবার পিছু ন্যূনতম আয় নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য জুড়ে উন্মাদনা৷ কিন্তু প্রতি পরিবার পিছু সাড়ে ৭ হাজার টাকা নিশ্চিত করতে হবে কেন্দ্রকে৷ শুক্রবার সোনিয়া গান্ধীর পৌরহিত্যে বিরোধী জোটের বৈঠকে এমনই দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এই প্রস্তাবকে শুধু কংগ্রেসই নয়, সমর্থন জানিয়েছে সব কটি বিরোধী দল৷ 

আরও পড়ুন- কেন্দ্রে মমতা, বিরোধীদের নিয়ে বৈঠক সারলেন সোনিয়া

প্রসঙ্গত, গতকালের বৈঠকে মোট ১৯টি রাজনৈতিক দলের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ বৈঠকে গৃহীত সিদ্ধান্তের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার ২ নম্বরেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল, যে সকল পরিবার আয়করের আওতায় পড়ে না, তাঁদের মাসে ৭৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হোক৷ শুধু আর্থিক সাহায্যই নয়, সেই সঙ্গে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও দিতে হবে কেন্দ্রীয় সরকারকে৷ বাংলায় যে ভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ শুরু হয়েছে, সে ভাবেই সারা দেশের মানুষকে ন্যূনতম আর্থিক সাহায্য দেওয়া হোক৷  

আরও পড়ুন- ভারতের চিন্তা বাড়াচ্ছে মাসুদ আজাহারের সঙ্গে তালিবান প্রধানের সখ্যতা! বাড়বে জঙ্গি কার্যকলাপ?

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০ টাকা করে হাত খরচ পাঠাবেন৷ সেই প্রতিশ্রুতি মতোই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এসেছেন তিনি৷ শুরু হয়ে গিয়েছে প্রকল্পের কাজ৷ ঠিক সেই ভাবেই গোটা দেশে যে পরিবারগুলি আয়কর দেয় না, তাঁদের মাস গেলে সাড়ে ৭ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে কেন্দ্রকে৷ দাবি মমতার৷ উল্লখ্য, গতকালের এই বৈঠকে ১৯টি রাজনৈতিক দলকে এক ছাতার তলার আনার উদ্যোগ নেন সোনিয়া-মমতা৷ নিজেদের স্বার্থ ভুলে বিজেপি’কে হারাতে একজোট হওয়ার ডাক দেন তাঁরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *