এখানে মমতাই দশভুজা! মুখ্যমন্ত্রীর মূর্তিতেই দেবী বন্দনা মালদহের মণ্ডপে

এখানে মমতাই দশভুজা! মুখ্যমন্ত্রীর মূর্তিতেই দেবী বন্দনা মালদহের মণ্ডপে

মালদহ:  এ এক ভিন্ন রূপের দুর্গা৷ চেনা পরিচিত মাতৃ মূর্তির দেখা নেই সেখানে৷ দেখা নেই লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ, কিংবা অসুরের৷ মায়ের বাহনেরও কোনও স্থান হয়নি৷ বদলে মণ্ডপে শোভা পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি৷ আর দশভুজা মমতার হাতে রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রীর মতো একাধিক সরকারি প্রকল্পের নাম লেখা কার্ড। মূল মূর্তির পাশে রাখা হয়েছে আরও দুটি মূর্তি৷ সে দুটিও মুখ্যমন্ত্রীরই৷  সঙ্গে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রীর মেয়েরা৷ 

আরও পড়ুন- ‘পশ্চিমবঙ্গ থেকে হিংসা দূর হোক’, মহাষ্টমীতে অঞ্জলী দিয়ে মায়ের কাছে প্রার্থনা সুকান্তের

মালদহের হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামে এভাবেই চলছে মাতৃ আরাধনা৷ মমতাই সেখানে দশভুজা৷ এই অভিনব পুজো দেখতে উপচে পড়েছে মানুষের ঢল৷ বলাই বাহুল্য যে, এই পুজোর উদ্যোক্তারা তৃণমূলের কর্মী-সমর্থক৷ মমতাই তাঁদের কাছে দেবী দুর্গা৷ মণ্ডপের গায়ে ধরা দিয়েছে মমতার বিভিন্ন রূপ৷ রয়েছে তাঁর হুইল চেয়ারে বসা রূপও৷ দেওয়া হয়েছে ত্রিপুরায় খেলা হবে বার্তা৷ 

তবে মালদহে ভিন্ন ধারার পুজো নতুন নয়৷ এর আগে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খানের নেতৃত্বে এলাকার গণেশ পুজোতেও ছিল বিশেষ চমক৷ মমতাকে দেবী দুর্বার রূপ দিয়ে তাঁর কোলে বসানো হয়েছিল ছোট্ট গণেশ৷ যা নিয়ে সেই সময় কম সমালোচনা ও বিতর্ক হয়নি। এ বার দুর্গাপুজোতে ফের মমতার আরাধনা করলেন বুলবুল। 

তাঁর কথায়, ‘‘করোনা পরিস্থিতিতেও বাংলার মানুষকে কষ্ট পেতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা মূল্যে রেশন থেকে কন্যাশ্রী, রূপশ্রী-যাবতীয় জনমুখী প্রকল্প, সবই বাস্তবায়িত করেছেন৷ তিনি। পশ্চিমবঙ্গে খেলা হয়েছে। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =