‘পশ্চিমবঙ্গ থেকে হিংসা দূর হোক’, মহাষ্টমীতে অঞ্জলী দিয়ে মায়ের কাছে প্রার্থনা সুকান্তের

‘পশ্চিমবঙ্গ থেকে হিংসা দূর হোক’, মহাষ্টমীতে অঞ্জলী দিয়ে মায়ের কাছে প্রার্থনা সুকান্তের

বালুরঘাট:  সদ্যই রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব নিয়েছেন তিনি৷ দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম পুজো তাঁর৷ অষ্টমীর সকালে বালুরঘাটে নিজের পাড়ার ক্লাব মৈত্রী চক্রে সস্ত্রীক পুজো দিলেন সুকান্ত মজুমদার৷ শুধু তাই নয়, ছেলের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ক্যাপও ফাটালেন বালুরঘাটের সাংসদ৷ 

আরও পড়ুন- অষ্টমী থেকেই দুর্যোগের বার্তা! বৃষ্টিতে মাটি হতে পারে পুজোর প্ল্যান

অষ্টমীর দিনটা পরিবারের সঙ্গে কাটাতে গতকালই কলকাতা থেকে বালুরঘাটের বাড়িতে পৌঁছন রাজ্য বিজেপি সভাপতি৷ প্রতি বছরের মতো এবছরেও সকালে অঞ্জলী দেন তিনি৷ পুজোর দিনগুলো নিজের পরিবারের সঙ্গে নিজের এলাকাতেই কাটাতে ভালোবাসেন সুকান্তবাবু৷ একদিকে সাংসদ হিসাবে দায়িত্ব, অন্যদিকে রয়েছে রাজ্য বিজেপি সভাপতির ভার৷ ফলে দায়িত্ব আগের চেয়ে বহু গুণ বেড়ে গিয়েছে৷ তারই মাঝে তিনি পুজো কাটাচ্ছেন নিজের মতন করে৷ কলকাতার কাজ শেষ করে পৌঁছে গিয়েছেন নিজের বাড়িতে৷ 

পুজোর এই কটা দিন কোনও রাজনৈতিক কাজ নয়৷ বরং পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান বালুরঘাটের সাংসদ৷ সেই সঙ্গে চলছে মণ্ডপ দর্শন ও মণ্ডপে মণ্ডপে জনংযোগ৷ কিন্তু অঞ্জলি দিয়ে মায়ের কাছে কী চাইলেন তিনি? সুকান্তবাবু বলেন, “পশ্চিমবঙ্গে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। মায়ের কাছে এই একটাই জিনিসই চেয়েছি। রাজ্যে যেন রাজনৈতিক হিংসা শেষ হয়৷ ভিন্ন দল করার জন্য কাউকেও যেন অন্য দলের হাতে আক্রান্ত হতে না হয়। বিগত কয়েক বছরে পশ্চিমবাংলায় রাজনীতির যে খারাপ দিকটা প্রকোপ হয়ে উঠেছে, আমরা যেন তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারি।”  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − two =