কলকাতা: আবার কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের উদ্দেশে লিখলেন কবিতা। দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় পর কৃষক আন্দোলন সাফল্য পেয়েছে। কেন্দ্রীয় সরকার বিতর্কিত কৃষি আইন বাতিল করেছে। তাই সেই প্রেক্ষিতে কৃষকদের এবং তাঁদের আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে এদিন নয়া কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের ‘সংগ্রামী’ অভিনন্দন জানালেন তিনি।
আরও পড়ুন- অবশেষে পিছু হঠল কেন্দ্র, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদীর
কবিতা তিনি শুরু করলেন ‘অন্নদাতাদের অন্নর অধিকার’ দিয়ে। শেষ করলেন ‘সংগ্রামী সৌরভের’ অভিনন্দন দিয়ে। এদিন সকালেই অবশ্য টুইট করে কৃষকদের অভিনন্দন জানিয়েছিলেন মমতা। লিখেছিলেন, ‘বিজেপি কৃষকদের প্রতি নৃশংস আচরণ করেছে। এর বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে যাওয়া প্রত্যেক কৃষককে আমার হার্দিক অভিনন্দন। এটা আপনাদের জয়।’’ তিনি আরও লেখেন, ‘‘এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা।’’ আর বিকেলেই তিনি লিখলেন কবিতা। এই কবিতা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। উল্লেখ্য, গত বছর সংসদের পাশ হয় তিনটি বিতর্কিত কষি আইন৷ কিন্তু আইন পাশ হওয়ার পরেই তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন কৃষকরা৷ দীর্ঘ আন্দোলনের পর আজ জাতির উদ্দেশে ভাষণে বিতর্কিত তিন আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
গত এক বছরে একটা দিনের জন্যেও ছেদ পড়েনি কৃষক আন্দোলনে৷ বহুবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে৷ কিন্তু কোনও সমঝোতায় যেতে রাজি হননি কৃষকরা৷ তাঁরা নিজেদের অবস্থানে এককাট্টা থেকেছেন৷ কৃষি বিল আইনে পরিণত হতেই প্রতিবাদে ফেটে পড়েন পঞ্জাব, হরিয়ানা সহ প্রায় গোটা দেশের কৃষকরা৷ দিল্লি সীমান্তে আছড়ে পড়ে আন্দোলনের ঢেউ৷ কৃষকদের পিছু হঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ৷ ব্যারিকেড করে দেওয়া হয় টিকরি সীমান্ত৷ কৃষক আন্দোলনে অবরুদ্ধ হয় দিল্লি যাওয়ার রাস্তা৷ কিন্তু আজ সেই সব থেকেই মুক্ত হওয়ার দিন।