কলকাতা: নির্বাচন শুরু হওয়ার অনেক আগে থেকেই বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। দাবি করা হয়েছে, বাংলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এবং টাকা বিলি করে ভোট লুট করতে চাইছে বিজেপি। এদিকে নির্বাচন শুরু হবার পরেও কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে এবার অ-বিজেপি নেতাদের চিঠি পাঠালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, অখিলেশ যাদবকে চিঠি দিয়েছেন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী।
ভোটের মধ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙা হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র উপরিউক্ত নেতাদের নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, তেজস্বী যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ফারুক আব্দুল্লাহকেও চিঠি দিয়েছেন তিনি। জানা গিয়েছে, মূলত জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে একচ্ছত্র হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিজেপি দিনদিন একের পর এক জনবিরোধী নীতি নিয়ে আসছে, সেটার বিরোধিতা করা অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেই বিরোধিতা সকলকে এক হয়ে করতে হবে বিজেপির বিরুদ্ধে। মূলত বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আবারও অ-বিজেপি দলের নেতাদের চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে মাটি আরো শক্ত করার প্রয়াস করেছেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
আরও পড়ুন- ভাঙা পায়ে ফুটবলে শট মমতার! বিজেপিকে মাঠের বাইরে পাঠিয়ে ‘খেলা হবে’ ডাক
মমতা বন্দ্যোপাধ্যায় আরো দাবি করেন, কেন্দ্রীয় সরকার একের পর এক যে রকম জনবিরোধী নীতি আনছে তাতে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারগুলি সংঘাত আরো বাড়ছে এবং সম্পর্ক খারাপ হচ্ছে। ফলে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারন মানুষকে। এই প্রেক্ষিতে ফের একবার বিজেপি বিরোধিতায় সকলকে একজোট হবার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি