পুরুলিয়া: মাত্র কয়েকদিন পরেই ভোটদান পর্ব শুরু হয়ে যাবে বাংলায়। তার আগে বিজেপির থেকে সকলকে সতর্ক করতে চাইছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ায় জনসভা করে তিনি বলেছেন, যারা বাংলার বাইরে আছে তারা যেন ভোট দিতে রাজ্যে আসে। না হলে বিজেপি ভোটার তালিকা থেকে নাম কেটে দেবে! চাকরির অভাব হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
এদিন পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রে জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, মা-মাটি-মানুষ পরিবারই তাদের পরিবার। তাই বাংলার বাইরে যারা আছেন তারা যেন ভোট দিতে বাংলায় আসেন। যদি তা না করা হয় তাহলে বিজেপি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে বলে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেছেন, সবাই যেন বাংলায় ফিরে আসে কারণ চাকরির অভাব হবে না, তিনি ব্যবস্থা করে দেবেন। এর পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত সরকারি সম্পত্তির বেসরকারিকরণ ইস্যুতেও বিজেপিকে একহাত নেন তিনি। বলেন, আজ বিজেপি সরকারের আমলে গ্যাসের দাম প্রায় ৯০০ টাকা। ভোটের আগে ১০০ টাকা কমিয়ে দেবে কিন্তু পরে ৫০০ টাকা বাড়িয়ে দেবে সরকার। এই প্রসঙ্গেই মমতা দাবি করেন, তারা যদি বিনা পয়সায় চাল দেন তাহলে কেন্দ্রীয় সরকারকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে। এর পাশাপাশি তিনি আজ ফের দাবি করেন, বিজেপি বাংলায় বহিরাগত গুন্ডা ঢোকাচ্ছে। তাই বাংলার মা-বোনেরা যেন তাদের হাতা, খুন্তি নিয়ে তাড়া করেন।
আরও পড়ুন- ভোটের মুখে মুর্শিদাবাদে সংযুক্ত মোর্চায় ফাটল, কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা বামেদের
এদিকে ভোটের মেশিন প্রসঙ্গে কর্মীদের উদ্দেশ্যে মমতার বার্তা, ভোটের মেশিন ভাল করে পরীক্ষা করবেন। তিরিশটা করে ভোট হলে মেশিন দু’বার অফ-অন করবেন। ভোটের মেশিন খারাপ হলে মেশিন ঠিক হলে ভোট দেবেন, তাড়াহুড়ো করবেন না। ভোটের মেশিনকে পাহারা দিতে হবে। ঘুমের ওষুধ মিলিয়ে দিতে পারে বিরিয়ানি, চা-য়ে, তাই বিজেপি-র হাতের খাবার খাবেন না, সতর্কবার্তা মমতার।