Aajbikel

জমি বিবাদের মধ্যেই অমর্ত্য সেনের 'প্রতীচী'তে মমতা, কী কথা হল

 | 
amartya_mama

বোলপুর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সংঘাত চরমে চলছে 'প্রতীচী' নিয়ে। শান্তিনিকেতনে অধ্যাপক সেনের বাসভবন সম্পূর্ণ ভাবে বিশ্বভারতীর মালিকানাধীন জমিতে রয়েছে, এমনই দাবি করা হয়েছে। এরই মাঝে সোমবার অর্থনীতিবিদের বাড়িতে যান বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বা বিএলআরও। জল্পনা ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অমর্ত্য সেনের বাড়িতে আসতে পারেন। তাই হল। এদিন দুপুরেই নোবেলজয়ীর বাড়িতে গেলেন মমতা। 

আরও পড়ুন: কয়েকজন মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে! ক্ষোভ প্রকাশ বিচারপতির

জানা গিয়েছে, অর্মত্য সেনের বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, জমি নিয়ে যে দাবি করা হচ্ছে তা মিথ্যে। এমনকি পরিস্থিতি দেখে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, আগেই তাঁর বাড়ির প্রবেশপথে বসানো হয়েছিল ‘মেটাল ডিটেক্টর’। এদিকে এও খবর, অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে তাঁর বাড়ির বিভিন্ন নথিপত্রও দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই নোবেলজয়ী বাঙালি মন্তব্য করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। এই নিয়ে রাজনৈতিক উত্তাপও বৃদ্ধি পায় বঙ্গে। 

একদিকে জমি বিতর্ক, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা, অমর্ত্য সেনকে নিশানা করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি শিবির। তবে এদিন অমর্ত্য সেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে আলোচনা যে আরও বেশি বেড়ে যাবে তা আন্দাজ করাই যায়। স্পষ্টত অনুমান, রাজনৈতিক তরজা বৃদ্ধি পাবে বাংলায়।  

Around The Web

Trending News

You May like