জমাট বেঁধেছে রক্ত, ভয়ঙ্কর সংক্রমণ চোখে, অভিষেককে দেখতে গেলেন মমতা

জমাট বেঁধেছে রক্ত, ভয়ঙ্কর সংক্রমণ চোখে, অভিষেককে দেখতে গেলেন মমতা

কলকাতা: চোখে ফের সংক্রমণ৷ দীর্ঘক্ষণ কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণেই ভয়াবহ সংক্রমণের শিকার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷  তৃণমূল সূত্রে খবর, অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি৷ আপাতত বাড়িতে বিশ্রামেই রয়েছেন সাংসদ৷ দলের তরফে এই বিষয়ে কিছু জানানো না হলেও দলের মুখপাত্র ‘জাগো বাংলা’য় এই খবর প্রকাশিত হয়েছে৷ 

 বুধবার ছিল বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলনের শেষদিন৷ সেই উপলক্ষে সারাদিনই ধন‌ধান‌্য অডিটোরিয়ামে ছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। তবে অভিষেকের অসুস্থতা নিয়ে উদ্বিগ্নেই ছিলেন। ফোনে বেশ কয়েকবার কথাও বলেন৷ সম্মেলন শেষে সন্ধ‌্যায় সরাসরি অভিষেকের বাড়িতে যান মুখ‌্যমন্ত্রী।

গত অগাস্ট মাসে চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন অভিষেক। সেখানে চিকিৎসকের সঙ্গে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ফের চোখে সংক্রমণ দেখা দিয়েছে৷ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে থাকাকালীনই অভিষেকের চোখের সমস্যার খবর পান মুখ্যমন্ত্রী৷ সম্মেলন শেষ হতেই তিনি অভিষেকের সঙ্গে দেখা করতে যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CBI যাওয়ার আগেই অভিষেকের বাড়িতে মমতা! ‘শান্তিনিকেতনে’ ৮ CBI আধিকারিক

CBI যাওয়ার আগেই অভিষেকের বাড়িতে মমতা! ‘শান্তিনিকেতনে’ ৮ CBI আধিকারিক

 

কলকাতা:  কয়লাকাণ্ডে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে৷ ২৪ ঘণ্টার মধ্যে তার জবাবও দিয়েছেন তিনি৷ আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গুচ্ছ প্রশ্নের মুখে পড়তে চলেছেন রুজিরা৷ আজ সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে অভিষেক বন্দ্যোধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতনে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় মিনিট ১০ অভিষেকের শান্তিনিকেতনে ছিলেন তিনি৷ পরে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার ৪ মিনিট পর ৮ জনের সিবিআই আধিকারিক পৌঁছে যান অভিষেকের বাড়িতে৷ সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে অভিষেকের শান্তিনিকেতনে গিয়ে কিছুটা হলেও পরিবারের মনোবল বাড়াতে চেষ্টা করেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন-  ‘দুয়ারে সিবিআই’! কয়লাকাণ্ডে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর!

গত ২১ তারিখ দুপুরে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় সিবিআই৷ সিবিআইয়ের এই নোটিশের জবাবে রুজিরা বলেন, ‘‘ কোন বিষয়ে এবং কেন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে জানা নেই৷ ২৩ ফেব্রুয়ারি ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে আমার বাসভবনে আপনাদের সুবিধা মতো আসতে পারেন৷’’ সেই সঙ্গে রুজিরা জানান, ‘‘দয়া করে আপনাদের সময়সূচি আগে থেকে জানিয়ে দেবেন৷’’ সেই মতই আজ সাড়ে ১১টা নাগাদহরিশ মুখার্জী রোডে ১৮৮এ শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান সিবিআইয়ের ৮ আধিকারিক৷ রুজিরার জবাব আসার পরই নিজাম প্যালেসে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে সিবিআই৷ আলোচনার ভিত্তিতে তৈরি করা হয় আট পাতার প্রশ্নপত্রও৷ তাঁর কাছ থেকে মূলত ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে বলে খবর৷ উঠতে পারে তাঁর নাগরিকত্বের প্রসঙ্গ৷

জানা গিয়েছে, অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই-এর টিমের সঙ্গে থাকতে পারেন আইনজীবীরাও৷ তাঁরা সিবিআই-এর আইনি উপদেষ্টা দলের সদস্য৷ তাঁদের মধ্যে দু’জন এসেছেন দিল্লি থেকে৷ একজন কলকাতার৷ ‘শান্তিনিকেতনে’ রুজিরার বয়ানের ভিডিয়োগ্রাফি করা হতে পারে বলেও সূত্রের খবর৷ তবে জিজ্ঞাসাবাদের সময় এই ভাবে আইনজীবীদের সঙ্গে রাখার ঘটনা বিরল বলেই একাংশের দাবি৷ 

আরও পড়ুন- বঙ্গে ভোটের প্রস্তুতি কেমন? ফের রাজ্যে আসছেন সুদীপ জৈন

রবিবার রুজিরার বাসভবনে  মিনিট ২০ থাকেন সিবিআইয়ের ৫ আধিকারিক৷ দেওয়া হয় নোটিশ৷ আইপিসির বেশ কিছু ধারায় এই নোটিশ জারি করা হয়েছে৷ রুজিরার বোন মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দিয়েছে সিবিআই৷  পঞ্চসায়রে সোমবার বেলা বারোটা বাজতে পাঁচ মিনিটে কয়লা পাচারকাণ্ডের তদন্তকারী অফিসার উমেশ কুমার-সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৮ জন আধিকারিক পৌঁছে যান মেনকা গম্ভীরের আবাসনে। যার মধ্যে ছিলেন দু’জন মহিলা অফিসার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *