ত্রাণ নিয়ে কোনও বঞ্চনা নয়, হিঙ্গলগঞ্জে প্রশাসনিক কর্তাদের সাফ নির্দেশ মমতার

ত্রাণ নিয়ে কোনও বঞ্চনা নয়, হিঙ্গলগঞ্জে প্রশাসনিক কর্তাদের সাফ নির্দেশ মমতার

হিঙ্গলগঞ্জ: যশের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর৷ হিঙ্গলগঞ্জ, সন্দেশ খালি, ধামাখালি এবং সাগরের পরিস্থিতি খতিয়ে দেখবান তিনি৷ তার আগে হিঙ্গলগঞ্জ কলেজে প্রশাসনিক বৈঠক করলেন তিনি৷ 

আরও পড়ুন- রাজ্যে আসছে আরও ২ লক্ষ কোভিশিল্ড, এল ৫০ হাজার কোভ্যাক্সিন

এদিন পুলিশ, বিডিও, সেচ সহ প্রতিটি দফতরের জন্য পৃথক ঘরের বন্দোবস্ত করা হয়৷ কোভিড পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই হয় বৈঠক৷ বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘‘ত্রাণ নিয়ে কোনও বঞ্চনা মেনে নেওয়া হবে না৷ খাবার-দাওয়ার নিয়েও কোনও বঞ্চনা দেখতে চাই না। ত্রিপল নিয়ে কোনও বঞ্চনা দেখতে চাই না। অন্ত্বঃসত্ত্বা মহিলা এবং বেবিফুডের দিকে নজর দিতে হবে।’’  পাশাপাশি হিঙ্গলগঞ্জে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সম্পূর্ণ রিপোর্ট তলব করেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানান, ত্রাণ নিয়ে সরকারি অফিসাররা খতিয়ান পেশ করবেন৷ এর জন্য চার জেলায় চারজন নোডাল অফিসার থাকবেন৷ এক্ষেত্রে কোনও ভুল হলে দায় তাঁদের উপরেই বর্তাবে৷ পাশাপাশি পথশ্রী প্রকল্পে রাস্তা সারাইয়ের কথাও বলেন মুখ্যমন্ত্রী৷ 

মুখ্যসচিবের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ নুসরত জাহান, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা শাসক, পুলিশ সুপার ও আধিকারীকরা৷ ঙ্গলগঞ্জে বৈঠকের পর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও যাবেন মুখ্যমন্ত্রী৷ আকাশপথে বন্য পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 13 =