কলকাতা: আজ রাজ্যে আসছে আরও ২ লক্ষ কোভিশিল্ড টিকা। এমনটাই জানা গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে। বৃহস্পতিবার সকালেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে কেন্দ্রের পাঠানো ৫০ হাজার কোভ্যাক্সিন টিকা। শুক্রবার আসতে চলেছে ২ লক্ষ কোভিশিল্ড। তবুও সুষ্ঠু ও মসৃনভাবে টিকাকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টিকা পর্যাপ্ত নয় বলেই মনে করছে রাজ্য সরকার। লকডাউনের করা সত্ত্বেও করোনা সংক্রমণ রুখতে আরও টিকা প্রয়োজন।
স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন, বুধবার রাজ্যে আসার কথা ছিল ৫০ হাজার কোভ্যাক্সিন ডোজের। কিন্তু ঘূর্ণিঝড় ‘যশ’-এর কারণে খানিক দেরি হয়ে যায়। বুধবারের বদলে বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে সেই টিকা। শুক্রবার আরও ২ লক্ষ কোভিশিল্ড আসছে বলে জানিয়েছেন তারা।
গত বৃহস্পতিবার ২ লক্ষ কোভিশিল্ড পাঠিয়েছিল কেন্দ্র। গত শুক্রবার রাজ্যে পাঠানো হয়েছিল আরও ১ লক্ষ ৮৭ হাজার কোভিশিল্ডের ডোজ। আজ ফের আরও ২ লক্ষ ডোজ প্রতিষেধক আসবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৪৫ বছরের উপরে তাদের বয়স তারাই নিতে পারবেন এই টিকা। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৩৭ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে রাজ্যে।