পেগাসাস কাণ্ড: সুপ্রিম কোর্টের কাছে স্বতঃপ্রণোদিত মামলা করার আর্জি মমতার

পেগাসাস কাণ্ড: সুপ্রিম কোর্টের কাছে স্বতঃপ্রণোদিত মামলা করার আর্জি মমতার

কলকাতা: পেগাসাস কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তোলপাড় দেশে। ব্যাপকভাবে চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধীরা তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে ব্যক্তিগত পরিসরে উঁকি মারার। এই ইস্যুতে এবার বড় দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সর্বোচ্চ আদালতের কাছে বিশেষ আর্জি করলেন তিনি। 

এদিন ২১ জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিতে উঠে পেগাসাস কাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চরম আক্রমণ করেন মমতা। একই সঙ্গে এই ইস্যুতে সুপ্রিম কোর্টকে আড়িপাতার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার আর্জি জানান তিনি। মমতার কথায়, আজ তাঁর, অভিষেকের ফোন ট্যাপ করা হচ্ছে, প্রশান্ত কিশোরের ফোন ট্যাপ করা হচ্ছে। এদিকে, কত সাংবাদিকের করা হচ্ছে। এইভাবে দেশ বিপদে পড়ছে। তিনি আরও জানান যে, তিনি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন না। আড়ি পাতার বিষয়ে মমতা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন।

আরও পড়ুন- ‘নির্বাচন থেকে অনেক শিক্ষা পেয়েছি’, নাম না করে ‘গদ্দার’ শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার

এদিকে আবার পেগাসাস ইস্যুতে নতুন স্লোগান তোলেন মমতা। ‘পেগাসাস পেগাসাস, নরেন্দ্র মোদীর নাভিশ্বাস’ এই স্লোগান তুলে তিনি বলেন, মন্ত্রী, আমলা থেকে শুরু করে বিরোধী নেতা, বিচারপতিদের ফোনে আড়ি পাতা হচ্ছে। দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বিজেপি। নির্বাচন, সংবাদমাধ্যম এবং বিচার বিভাগ, গণতন্ত্রের তিনটি গুরুত্বপূর্ণ কাঠামোই ভেঙে দিয়েছে তাঁরা। গণতন্ত্রের বদলে দেশ জুড়ে স্পাইগিরি চালাচ্ছে বিজেপি বলে আক্রমণ মমতার। তাঁর কথায়, এইভাবে দেশ আরও শেষ করে দিচ্ছে বিজেপি সরকার। এই পরিপ্রেক্ষিতেই তিনি সকলকে একজোটে প্রতিবাদে নামতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *