কলকাতা: আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হতে চলেছে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের জন্য প্রচারের কাজ করতেই হবে কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির জন্য একাধিক বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশ অনুযায়ী বড় সভা করা যাবে না এবং প্রচারের ক্ষেত্রেও প্রচুর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ দলের তরফ থেকে নেওয়া হয়েছে। ‘ঘরোয়া’ বৈঠকের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস যা হবে প্রত্যেকটি ওয়ার্ডে। ইতিমধ্যেই এই বৈঠকের সূচি বানাচ্ছে ঘাসফুল শিবির।
আরও পড়ুন- BREAKING: ভবানীপুরে উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামালার গ্রহণযোগ্যতা কী? আদালতে প্রশ্ন কমিশনের
জানা গিয়েছে, দলীয় কর্মীদের জন্য কর্মীসভা যেমন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমন ভাবেই ভবানীপুরের ভোটারদের জন্য প্রত্যেক ওয়ার্ডে বৈঠক করবেন তিনি। জনসভা করে একসঙ্গে প্রচুর মানুষের কাছে পৌঁছানো যায় কিন্তু যেহেতু করোনা ভাইরাস বিধি নিষেধ জারি রয়েছে তাই সেটা এখন সম্ভব নয়। সেই কারণে প্রত্যেক ওয়ার্ডে পৌঁছতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ওয়ার্ড ভিত্তিক সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। এইভাবে ওয়ার্ড গুলিতে ছোট ছোট প্রচার করে সামগ্রিকভাবে ভবানীপুরের ভোটারদের কাছে পৌঁছতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভবানীপুর বিধানসভায় রয়েছে কলকাতা পুরসভার ৮ টি ওয়ার্ড। প্রত্যেক ওয়ার্ডে পৌঁছে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলার প্রয়াস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার ৭২ নম্বর ওয়ার্ডে প্রথম এই বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে বাকি ৭ ওয়ার্ডের বৈঠক সূচি ঠিক করা হবে, বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে শিল্পভবনে CBI
এদিকে প্রার্থী ঘোষণা করার পর ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। প্রাতঃভ্রমণ থেকে শুরু করে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন সেখানের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি প্রিয়াঙ্কার হয়ে দেওয়াল লিখনও করতে দেখা গিয়েছে তাঁকে।