আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে শিল্পভবনে CBI

আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে শিল্পভবনে CBI

কলকাতা: আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ক্যামাক স্ট্রিটে শিল্প ভবনে সিবিআই-এর টিম৷ এই টিমে রয়েছেন তিনজন অফিসার৷ সোমবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল রাজ্যের শিল্পমন্ত্রীকে৷ কিন্তু তিনি চিঠি দিয়ে জানান, তিনি একজন প্রবীণ নাগরিক৷ তাছাড়া ভোটের কাজেই এই মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন৷ পারলে সিবিআই অফিসাররা তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷ এর পরেই একটি বৈঠক করেন সিবিআই অফিসাররা এবং পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে সরাসরি শিল্প ভবনে পৌঁছন৷ 

আরও পড়ুন- BREAKING: ভবানীপুরে উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামালার গ্রহণযোগ্যতা কী? আদালতে প্রশ্ন কমিশনের

পার্থ চট্টোপাধ্যায়ের থেকে তাঁরা মূলত জানতে চান, কেন আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি?  সিবিআই-এর দাবি, আইকোর মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের হাতে একটি ভিডিয়ো ফুটেজ এসেছে৷ সেখানে আইকোর কর্তার সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ ওই ভিডিয়োতে তাঁকে আইকোরের সমর্থনে বক্তৃতা দিতেও দেখা যায়৷ তিনি কি জানতেন না আইকোরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল? বেআইনি ভাবে আইকোর বাজার থেকে টাকা তুলছে৷ আইকোরের হয়ে কেন বক্তৃতা করলেন তিনি? পাশাপাশি আইকোরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নাকতলার একটি ক্লাবের ব্যাঙ্ক অ্যকাউন্টেও টাকা গিয়েছিল৷ সেই বিষয়েও পার্থ চট্টোপাধ্যায়ের থেকে জানতে চান সিবিআই কর্তারা৷ 

আরও পড়ুন- নির্বাচন-উপনির্বাচন সংক্রান্ত মামলায় এখনই হস্তক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

ওই ভিডিয়ো ফুটেজ দেখিয়ে প্রশ্ন করা হবে বলে সূত্রের খবর৷ পাশাপাশি ওই অনুষ্ঠানে আর কে কে উপস্থিত ছিলেন, তাও জানতে চাওয়া হবে তাঁর কাছে৷  কত বার তিনি আইকোর কর্তার সঙ্গে দেখা করেছিলেন, সেই প্রশ্নও রয়েছে সিবিআই-এর তালিকায়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 7 =