নির্বাচন-উপনির্বাচন সংক্রান্ত মামলায় এখনই হস্তক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নির্বাচন-উপনির্বাচন সংক্রান্ত মামলায় এখনই হস্তক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলায় আগামী ৬ মাস শুনানির প্রয়োজনীয়তা নেই৷ এমনই নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। জানানো হল, দুটি বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন এবং পাঁচটি বিধানসভা উপনির্বাচন নিয়ে করা জনস্বার্থ মামলায় এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট৷ কারণ হিসেবে প্রধান বিচারপতি জানান, মামলা ইন ম্যাচিওর৷ তাই এখনই শুনানির কোনও প্রয়োজন নেই। 

আরও পড়ুন- সমাজ বিরোধীরা কাদের আশ্রয়ে রয়েছে? জানিয়ে দিলেন দিলীপ

রাজ্যের দুটি বিধানসভা নির্বাচন এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশন। কোভিড বিধি মেনে ভোট হবে এই তিন কেন্দ্রে। সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আদালত এই মুহূর্তে এই সংক্রান্ত জনস্বার্থ মামলায় কোনও রকম হস্তক্ষেপ করবে না বলেই জানানো হয়েছে। এর জন্য মামলাকারীর রমাপ্রসাদ সরকারকে আগামী ছয় মাস অপেক্ষা করতে হবে। নির্দেশ ভার প্রাপ্তপ্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের।

আরও পড়ুন- ভোটের কাজে ব্যস্ত! আইকোর মামলায় CBI-এর তলব এড়ালেন পার্থ চট্টোপাধ্যায়

এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। এখন এই ধরনের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। উপনির্বাচন নির্দিষ্ট সময়ে করাটাই নিয়ম। করোনা পরিস্থিতিতেও আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছে বলে  রাজ্যের তরফে জানানো হয়েছে।
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *