BREAKING: ‘চালাকি করে জিততে দেয়নি বিহারে’, তেজস্বীকে আশীর্বাদ করলেন মমতা

BREAKING: ‘চালাকি করে জিততে দেয়নি বিহারে’, তেজস্বীকে আশীর্বাদ করলেন মমতা

কলকাতা: প্রত্যাশা মতই এদিন বিকেলে নবান্নের বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবের।‌এদিন বৈঠক শেষে এক দিকে তেজস্বী জানালেন তিনি পূর্ণ শক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন বাংলার নির্বাচনে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদবকে আশীর্বাদ করবেন যাতে আজ নয়তো কাল বিহারে তাঁর সরকার গঠন হয়। একই সঙ্গে বিজেপিকে তুলোধনা করে তিনি বললেন, বিহারে আদতে তেজস্বী সরকার গঠন হতে চলেছিল, কিন্তু বিজেপি চালাকি করে তাদের জিততে দেয়নি।

আরও পড়ুন: ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার শাস্তি! আইএসএফ কর্মীদের মারধর, কাঠগড়ায় তৃণমূল

এদিন নবান্নে মমতা বলেন, তেজস্বী যাদবের মত যুবনেতাকে তিনি পূর্ণ সমর্থন করেন, একইসঙ্গে আশা রাখেন আজ নয়তো কাল বিহারে আরজেডি সরকার গড়বে। কারণ বিহার নির্বাচনে আদতে তারাই সরকার গর্ত কিন্তু বিজেপি চালাকি করে তাদের যেতে দেয়নি বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এদিন লালুপ্রসাদ যাদব সম্পর্কেও কথা বলতে শোনা গেল তাঁকে। তিনি বললেন, লালু প্রসাদ যাদবকে জেলে রেখে যেভাবে মানসিক অত্যাচার করা হচ্ছে, সেটা কোনভাবেই ঠিক নয়। তাঁকে ইচ্ছা করে মুক্ত করা হচ্ছে না, কারণ লালুপ্রসাদ যাদব বেরিয়ে এলে বিহারে বিজেপি কিছুই করতে পারত না। আজ তিনি বেঁচে আছেন এটাই অনেক বড় কথা।

আরও পড়ুন: ‘ফিটনেস ফ্রিক’ রাহুল! ঝড়ের গতিতে পুশ-আপস, তরুণীর সঙ্গে নাচ! (ভিডিও) 

এদিকে, নবান্নের বৈঠক শেষে তেজস্বী বলেন, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দল আর জে ডি তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থন করবে। তিনি বলেন, দেশকে ভাঙার হাত থেকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সে কারণে এরাজ্যে তিনি সমস্ত আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনের আহ্বান জানান। এখানে তার দল আলাদা প্রার্থী দেবে না বলেও তেজস্বী জানিয়েছেন। তবে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেও তার কোন প্রভাব বিহারে বাম কংগ্রেসের সঙ্গে আরজেডির জোটের ওপরে পড়বে না বলেও তার দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন লালুপ্রসাদ যাদবকে পরিকল্পনা করে জেলে বন্দী রাখা হয়েছে। আগামী দিনে বিহারে তারাই সরকার গড়বে বলে মমতা জানান। বিজেপিকে সুবিধা করে দিতেই রাজ্যে আট দফায় নির্বাচন করা হচ্ছে বলেও দলনেত্রী অভিযোগ করেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 14 =