‘ফিটনেস ফ্রিক’ রাহুল! ঝড়ের গতিতে পুশ-আপস, তরুণীর সঙ্গে নাচ! (ভিডিও)

‘ফিটনেস ফ্রিক’ রাহুল! ঝড়ের গতিতে পুশ-আপস, তরুণীর সঙ্গে নাচ! (ভিডিও)

চেন্নাই: তাঁর মতো রাজনৈতিক বোধহয় খুব কমই দেখেছে এদেশ৷ যাকে রাজনীতি ‘র’ জানে না বলে এতদিন পাপ্পু নামে দাগিয়ে দেওয়া হয়েছিল৷ তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ না হলেও তিনি বাঁচতে জানেন৷ জানেন কীভাবে মানুষের মধ্যে থেকে চেখে নিতে হয় জীবনের স্বাদ৷ তিনি রাহুল গান্ধী৷ এই তো কিছুদিন আগেই তাঁর জেলেদের সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ এবার তা আরও এক অবতারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ তা কী সেই ভিডিও? এই ছবিতে দেখা যাচ্ছে একটি স্কুলছাত্রীর সঙ্গে পুশ আপ করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷

তামিলনাড়ুর মুলাগুমুদুবনে একটি স্কুলে যান রাহুল গান্ধী৷ সেখানে এক অ্যাথলিট ছাত্রী তাঁকে বলে তার সঙ্গে ১৫টি পুশ আপ মারার জন্য৷ তাতে প্রথমে লজ্জা পেয়ে যান রাহুল৷ তবে সঙ্গে সঙ্গে নিয়ে নেন চ্যালেঞ্জ৷ ঝড়ের বেগে ১৫টি পুশ আপ মেরে দেখিয়ে দেন রাহুল৷ যা দেখে সক্কলে ইমপ্রেস৷ হাতিতালির ঝড় ওঠে চারিদিক থেকে৷ শুধু তাই নয় এতদিন স্কুলের এক ছাত্রের সঙ্গে একটু আধটু মার্শাল আর্টও করেন রাহুল৷ 

 

ওই স্কুলটির কোনও অনুষ্ঠানে তামিলনাড়ুর কংগ্রেসের দায়িত্বে থাকা দিনেশ গুন্ডু রাওয়ের সঙ্গে গিয়েছিলেন রাহুল৷ সেখানে স্কুলের অনুষ্ঠানে বাকী ছাত্রছাত্রীদের সঙ্গে গানের তালে তালে নাচও করতে দেখা যায় রাহুল গান্ধীকে৷

 

 

 

তাঁর এই ভিডিও টুইটারে ঝড়ের গতিতে ভাইরাল হওয়ার পর অনেক বিশিষ্ট ব্যক্তিরাই শরীরচর্চার টিপস চেয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর কাছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =