গান্ধীর আদলে অসুরের মূর্তি নিয়ে মুখ খুললেন মমতা, অবশেষে

গান্ধীর আদলে অসুরের মূর্তি নিয়ে মুখ খুললেন মমতা, অবশেষে

0a333ca1af637409175b9f2cb256f3ac

কলকাতা: ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমবার এই বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে দুর্গাপুজোতে এক মণ্ডপে মহাত্মা গান্ধীর আদলে অসুর বানান হয়েছিল। তা নিয়ে ব্যাপক শোরগোল হয়। রাজনৈতিক তরজা শুরু হয়ে বিজেপি-তৃণমূল বাক্যবাণ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু মন্তব্য করতে শোনা যায়নি তখন। কিন্তু এখন তিনি বললেন এবং বিজেপিকেই একহাত নিলেন।

আরও পড়ুন- মুখে হঠাৎ প্রধানমন্ত্রীর নাম, প্রত্যাবর্তনের কী ইঙ্গিত দিলেন সৌরভ

দক্ষিণ কলকাতার অখিল ভারতীয় হিন্দু মহাসভার দুর্গাপুজো ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই গান্ধীরুপী অসুরের ছবি, ভিডিও সব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তা নিয়েই এদিন মুখ খুলে মমতা বললেন, পুজোর সময় গোলমাল হোক তিনি চাননি তাই সেই সময়ে চুপ ছিলেন। কিন্তু যা হয়েছে তা খুবই দুঃখজনক। মমতা আরও বলেন, দেশের এক নম্বর নেতাকে অসুর বানান হয়েছে, এর থেকে বড় লজ্জার আর কিছু হতে পারে না। তবে এর শাস্তি মানুষ দিয়ে দেবে। মমতা বারবার এটাই বলেন যে, তিনি ভীষণ দুঃখ পেয়েছেন, যা হয়েছে তা হওয়া উচিত হয়নি।

আসলে উক্ত পুজোর অসুর নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর সপ্তমীর রাতে অসুরের মূর্তিটিতে চুল ও গোঁফ লাগিয়ে চেহারা বদলে দেয় পুলিশ। যে ছবি ভাইরাল হয়েছিল তাতে দেখা গিয়েছিল, অসুরের যে মূর্তিটি রয়েছে, সেটির সঙ্গে মহাত্মা গান্ধীর মুখের সাদৃশ্য রয়েছে। শুধু তাই নয়, জাতির জনকের মতো চশমা ও ধুতিও পরানো হয়েছিল অসুরের মূর্তিটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *