ভঙ্গ নয়, চাই সঙ্গ! শিলিগুড়ির বিজয়া সম্মিলনীতে বার্তা মমতার

ভঙ্গ নয়, চাই সঙ্গ! শিলিগুড়ির বিজয়া সম্মিলনীতে বার্তা মমতার

শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছেন তিনি। সেই মঞ্চ থেকেই অখণ্ড বাংলার পক্ষে সওয়াল করতে দেখা গেল তাঁকে। হালে একাধিকবার বিজেপির বিভিন্ন নেতা, মন্ত্রীরা ‘বঙ্গভঙ্গ’-এর দাবি তুলেছেন। কখনও উত্তরবঙ্গ ভাগ, কখনও আবার জঙ্গলমহল ভাগের পক্ষে কথা বলেছেন। অনেকেই মনে করছেন উত্তরবঙ্গে দাঁড়িয়ে আদতে তাদের সকলকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-  ‘আমি টাটাদের তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম’, উত্তবঙ্গ সফরে গিয়ে বিস্ফোরক মমতা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্গভঙ্গ নয়, সকলে চান সঙ্গ। তাঁর কথায়, উত্তরবঙ্গকে আরও স্বনির্ভর করে তুলতে চান তিনি। সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান। আর সকলকে এক হয়ে আছে বলে যে শান্তি টিকে আছে এই বার্তাও দেন তিনি। এই প্রসঙ্গেই মমতার পরামর্শ, কেউ যেন কারোর প্ররোচনা বাঁ উস্কানিতে পা না দেন। কোনও ভাগাভাগি নয়। বঙ্গভঙ্গ না। বঙ্গ চায় সঙ্গ। এক্ষেত্রে দক্ষিণ বা উত্তরবঙ্গের কোনও ভেদাভেদ যে নেই তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। তাঁর একটাই কথা, সকলকে এক থাকতে হবে, একসঙ্গে চলতে হবে। কোনও প্ররোচনায় পা না দিয়ে এগিয়ে যেতে হবে। তিনি চান, উত্তরবঙ্গ আরও এগিয়ে যাক।

বুধবার অবশ্য এই মঞ্চ থেকেই এক বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলা থেকে টাটাকে তিনি তাড়াননি, সিপিএম তাড়িয়েছে। তাঁর কথায়, ‘‘টাটাকে আমি তাড়াইনি৷ সিপিএম তাড়িয়েছে৷ ওঁরা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিল৷ আমরা সেই জমি ফেরত দিয়েছি৷” মুখ্যমন্ত্রী আরও বলেন, জায়গার তো অভাব নেই৷ তাহলে জোর করে কেন জমি নেব? তৃণমূল সরকারও অনেক প্রকল্প করেছে৷ কিন্তু কারও জমি দখল করে নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =