‘আমি টাটাদের তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম’, উত্তবঙ্গ সফরে গিয়ে বিস্ফোরক মমতা

‘আমি টাটাদের তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম’, উত্তবঙ্গ সফরে গিয়ে বিস্ফোরক মমতা

শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মালবাজার দিয়ে সফর শুরু করেন তিনি৷ বুধবার শিলিগুড়ির কাওয়াখালি গ্রাউন্ডের সভা থেকে শিল্প নিয়ে বর্তা দেন তিনি৷ তাঁর বক্তব্যে উঠে আসে টাটাদের প্রসঙ্গ৷ মমতা বলেন, অনেকেই বাজে কথা বলে বেরাচ্ছেন৷ বলছে, আমি নাকি টাটাকে তাড়িয়ে দিয়েছি, আর টাটা চাকরি দিচ্ছে৷ 

আরও পড়ুন- আগে পঞ্চায়েত ভোট চাইছে রাজ্য! কিন্তু কেন, ব্যাখ্যা করলেন দিলীপ

তাঁর কথায়, ‘‘টাটাকে আমি তাড়াইনি৷ সিপিএম তাড়িয়েছে৷ ওঁরা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিল৷ আমরা সেই জমি ফেরত দিয়েছি৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, জায়গার তো অভাব নেই৷ তাহলে জোর করে কেন জমি নেব? তৃণমূল সরকারও অনেক প্রকল্প করেছে৷ কিন্তু কারও জমি দখল করে নয়৷ তাঁর কথায়, এ রাজ্যে কোনও শিল্পপতির সঙ্গে বৈষম্য করা হয় না৷ আমরা চাই সকলে বাংলায় বিনিয়োগ করুক৷ তাঁরা এ রাজ্যে কর্মসংস্থান তৈরি করুক৷ বাংলায় দেউচাপাঁচামিতে দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প হচ্ছে৷ তাজপুর বন্দর হচ্ছে৷ হাসিমারায় সিভিল বিমানবন্দর করার চেষ্টা চলছে৷ 

পাশাপাশি বাংলার পর্যটন শিল্পকে আরও মজবুত করার জাক দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, এমনভাবে পর্যটন শিল্প গড়ে তুলতে হবে যাতে আগামী দিন বিশ্বে সেরার সেরা হয় বাংলা৷ সেটা হলে এখানে অনেক হোটেল তৈরি হবে, আইটিআই, পলিটেকনিক তৈরি হবে৷ স্কিল্ড ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে৷