আগে পঞ্চায়েত ভোট চাইছে রাজ্য! কিন্তু কেন, ব্যাখ্যা করলেন দিলীপ

আগে পঞ্চায়েত ভোট চাইছে রাজ্য! কিন্তু কেন, ব্যাখ্যা করলেন দিলীপ

dilip

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত মঙ্গলবার মিলেছে। সম্ভবত আগামী বছর মার্চ কিংবা এপ্রিল মাসেই হবে ভোট। তুলনামূলকভাবে ২০২৩ সালে কিছুটা আগেই হতে পারে এই নির্বাচন যার ইঙ্গিত আগে থেকেই মিলেছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, গরমের মধ্যে ভোট দিতে সমস্যা হয় সকলের তাই কিছুটা শীত থাকতে থাকতেই ভোট হতে পারে। কিন্তু বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সম্পূর্ণ অন্য কথা বলছেন। তাঁর দাবি, সরকার ইচ্ছা করেই আগে ভোট করাতে চাইছে। কিন্তু কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন- সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত, জানাল হাওয়া অফিস

বিজেপি সাংসদের বক্তব্য, চারিদিকে আন্দোলন শুরু হয়েছে। তৃণমূল নেতা-মন্ত্রীরা জেলে যাচ্ছে, প্রশাসনের হাতে কিছু থাকছে না। বর্তমান পরিস্থিতি শাসক দলের পক্ষে একদমই ভালো নয়। তাই তারা চাইছেন পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ভোট করিয়ে নিতে। সেই কারণেই মার্চ-এপ্রিলে ভোট করার ইঙ্গিত মিলছে। যদিও দিলীপের কথায়, তিনিও আশা রাখছেন যাতে শীতকালেই ভোট হয়। যদিও ভোট রাজ্য পুলিশ দিয়ে হবে এই ইঙ্গিত মেলার পর সমালোচনায় সরব হয়েছে সব বিরোধী দলগুলিই। তৃণমূল সরকারকে নিশানা করেছে কংগ্রেস, বিজেপি, সিপিএম সকলেই।

বিরোধী পক্ষের দাবি, রাজ্য নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস দলের অন্য একটা অংশ। তারা শাসকের দাস এবং তাদের নির্দেশ ছাড়া কোনও কাজ করে না। এই নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে যে সম্ভব নয় তা তারাও জানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কথা বলবে না। কারণ তা বললে তাদের চাকরি চলে যেতে পারে। তাই এরা সকলেই চুপ করে একজনের নির্দেশ পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 16 =