কলকাতা: কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সুপার সাইক্লোন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর৷ তবে সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। যা আগামী কয়েকদিনে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
আরও পড়ুন- মানিকের অপসারণ নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, নিয়োগ বাতিল নিয়েও বড় রায়
মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছেন, সোমবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে সেটির অবস্থান ছিল উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকা৷ যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে৷
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সম্ভাব্য নিম্নচাপ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী শনিবার অর্থাৎ ২২ অক্টোবর সকালে মধ্য সেটি বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীতে তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে পূর্বাভাস৷
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যে কতটা পড়বে বা এর সম্ভাব্য গতিপথ কী হবে, তা এখনও স্পষ্ট নয়৷ এই ঘূর্ণিঝড় আদৌও আছড়ে পড়বে কিনা বা কোনদিকে ধেয়ে আসতে পারে, সে বিষয়ে পরে জানাবে হাওয়া অফিস৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>