‘না ঘরকা, না ঘাটকা!’ শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করলেন মমতা

‘না ঘরকা, না ঘাটকা!’ শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করলেন মমতা

নন্দীগ্রাম: প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে শনিবার। সেদিনের উত্তেজনার থেকে দ্বিতীয় দফার নির্বাচনে যে আরো বেশি উত্তেজক হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই কারণ ১ এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন। সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে একাধিক মন্তব্য করেছেন এবং তাঁকে ৫০,০০০ ভোটে হারানোর দাবি করে ফেলেছেন। তবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে নির্বাচনের পর শুভেন্দু অধিকারীর অবস্থা হবে না ঘরকা না ঘাটকা! একইসঙ্গে তিনি অধিকারী পরিবারের বিরুদ্ধে আক্রমণ করেন নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে।

এদিন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অধিকারী পরিবার সম্পর্কে জানান, এমন কিছু ছিল না যেটা তিনি তাদের দেননি। ভালোবাসার নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সরকারি পদ দিয়েছিলেন তাদের। কিন্তু তারা ভোটের মুখে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে। মমতা আরো বলেন, নন্দীগ্রামে তাঁর ওপর হামলা হয়েছিল বিজেপি প্রার্থীর মদতেই। ভোট শুরুর আগেই হেরে গিয়েছে বুঝে যাওয়াতে এই ধরনের হামলা ঘটিয়েছে। তবে এইসব করে কিছু লাভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিমি স্পষ্ট দাবি করেন, ভবিষ্যতে না ঘরকা, না ঘাটকা অবস্থা হয়ে যাবে বিজেপি প্রার্থীর! সেইদিন বুঝতে পারবে কি ভুল করেছিল, হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবারের ভূমিকা নিয়েছে মন্তব্য তিনি করেছেন তাতে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। এদিন ফের সেই ইস্যুতে অধিকারী পরিবারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- “ভোটের পর সরকার চালাবো দিলীপ ঘোষ আর আমি”, শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিলেন কুনালও

যদিও তাঁর মন্তব্যের প্রেক্ষিতে তাঁকেই এক হাতে নিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারী‌। তিনি বলেন, যে পুলিশ অফিসাররা সেইদিন নন্দীগ্রামে গুলি চালিয়েছিল তাদের বড় বড় পোস্ট দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের গোটা ঘটনার ব্যাপারে আগে থেকেই জানতেন তিনি। এখন নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর তিনি নির্বাচনে হেরে যাবেন বুঝতে পেরে এসব অভিযোগ করছেন। শিশির আরও জানিয়েছেন, তিনি এই ব্যাপারে নির্বাচন কমিশনে নালিশ করবেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করে শিশির দাবি করেছেন, তৃণমূল সুপ্রিমোর মাথা খারাপ হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *